ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার স্কুলে মিড ডে মিল পেতেও ছাত্র-ছাত্রীদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ মিড ডে মিল পরিষেবাটিকে আরও স্বচ্ছ করে তুলতে মিড ডে মিলের রাঁধুনি, হেল্পার এবং মিড ডে মিল গ্রাহক অর্থাৎ ছাত্র-ছাত্রীদের আধার নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হল সরকারের তরফে৷
স্কুল শিক্ষা এবং স্বাক্ষরতা দপ্তর এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩০ জুন অবধি বিনা আধার কার্ডে শিশুদের মিড ডে মিল দেওয়া হবে৷ এই সময়ের পর আধার নম্বর ছাড়া আর মিলবে না মিড ডে মিল৷ ফলত এর মধ্যে সকলেই আধার কার্ড বানিয়ে ফেলবেন বলে আশা কেন্দ্রের৷
এই নিয়ম লাগু করার জন্য স্কুলগুলিতে নোটিস পাঠানো হবে বলে জানিয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক৷ প্রসঙ্গত, দেশের প্রায় প্রায় ২৬ কোটি ছাত্র-ছাত্রী মিড ডে মিলের আওতায় পড়ে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.