Advertisement
Advertisement

Breaking News

পিন বা পাসওয়ার্ড নয়, অনলাইন লেনদেন হবে আধার নম্বরেই

নয়া লেনদেন হবে আরও নিরাপদ, দ্রুত...

Aadhaar all set to replace PIN, password
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 2, 2016 11:36 am
  • Updated:December 2, 2016 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ‘ক্যাশলেস ইকোনমি’কে আরও এক কদম এগিয়ে নিয়ে যাবে আধার কার্ড৷ ভবিষ্যতে আধার কার্ডের নম্বর যে কোনও লেনদেনের ক্ষেত্রে পিন বা পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করতে হবে৷

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এমন একটি অ্যাপ তৈরি করছে, যার মাধ্যমে লেনদেন করতে পারবেন দোকানদার, ব্যবসায়ী-সহ প্রতিটি সাধারণ মানুষ৷ নীতি আয়োগের মস্তিষ্কপ্রসূত এই ব্যবস্থাকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর৷

Advertisement

ইউআইডিএআই-এর সিইও এ বি পান্ডে বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নয়া অ্যাপের সাহায্যে যে কোনও দু’জন ব্যক্তি, যাঁদের আধার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা রয়েছে, নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন৷ তিনি আরও বলেছেন, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য আধার-সম্বলিত এই ব্যবস্থা ফেয়ার প্রাইস শপে চালু হয়েছে৷ আধার-সম্বলিত এই নয়া ব্যবস্থায় কোনও পিন বা পাসওয়ার্ডের প্রয়োজন নেই৷ নম্বর মনে রাখার ঝামেলাও নেই৷ গত ৮ নভেম্বর থেকে অনলাইনে আধার কার্ড তৈরির আবেদনে হিড়িক পড়ে গিয়েছে বলেও জানান তিনি৷

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বেশ কয়েকটি মোবাইল উৎপাদন সংস্থার সঙ্গে কথা বলেছে৷ সরকার চায়, নতুন মোবাইলে ইনবিল্ট ওই অ্যাপ থাকুক৷ নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ কান্ত ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত সচিবদের কমিটির নেতৃত্ব দিচ্ছেন৷ তিনি জানিয়েছেন, নগদে লেনদেনের পুরনো অভ্যাস ত্যাগ করে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement