Advertisement
Advertisement

Breaking News

আসছে গুগল ম্যাপে বুথের ছবি-সহ A4 সাইজের ভোটার স্লিপ

ভোটে যে কোনও রকম কারচুপি রুখতে এবার এই নয়া ব্যবস্থা আনতে চলেছে কমিশন৷

A4 size photo slips with Google Maps snapshots of poll booths for voters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 4:09 pm
  • Updated:December 29, 2016 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত যে ভোটার স্লিপ দেওয়া হত এবার তাতে রদবদল আনতে চলেছে নির্বাচন কমিশন৷ আসতে চলেছে A4 সাইজের ভোটার স্লিপ৷ যেখানে থাকবে বুথের গুগল ম্যাপের স্ন্যাপশট৷

গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে আগামী বছর নির্বাচন হতে চলেছে৷ এই পাঁচ রাজ্যের নির্বাচনেই নতুন এই ব্যবস্থা চালু করতে চলেছে কমিশন৷ সেইমতো রাজ্যগুলির মুখ্য নির্বাচনী অফিসারদের নির্দেশও দেওয়া হয়েছে৷ ভোটে যে কোনও রকম কারচুপি রুখতে এবার এই নয়া ব্যবস্থা আনতে চলেছে কমিশন৷

Advertisement

ভোটের সচিত্র পরিচয়পত্রে এই বৈপ্লবিক ব্যবস্থার বাস্তবায়নে জোরকদমে নেমেছে কমিশন৷ নির্বাচন সম্পর্কে সচেতনতা প্রসার যেমন লক্ষ্য, তেমনই একজন ভোটারের পরিচয়ে যাতে কোনওভাবে কারচুপি না করা যায় সেই কারণেই এই বিশেষ ব্যবস্থার ভাবনা বলে জানা যাচ্ছে৷ প্রত্যেক রাজ্যের নির্দেশিকায়, ভালমানের কাগজে এই পরিচয়পত্র ছাপার নির্দেশ দেওয়া হয়েছে৷  পরিচয়পত্রের একদিকে যেমন থাকছে ভোটারের নাম, ছবি সেইসঙ্গে গুগল ম্যাপে সংশ্লিষ্ট বুথের ছবির স্ন্যাপশটও ছাপা থাকবে৷ উল্টোদিকে লেখা থাকবে নির্বাচনের সময় কী করণীয় ও কী করণীয় নয়৷ বুথে মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে না যাওয়া থেকে প্রবীণ ব্যক্তিদের আগে ভোটাধিকার দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নির্দেশিকা লেখা থাকবে এখানে৷ এবং এই স্লিপেই লেখা থাকবে কোনও ভোটারই তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement