Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

বিপুল জয়ের উচ্ছ্বাস, ছুরি দিয়ে বুকে মোদির নাম লিখলেন এই ‘ভক্ত’

যন্ত্রণা ভুলে মুখে হাসির ঝিলিক বিজেপি কর্মীর৷

A youth uses knife to carve Narendra Modi's name on his chest
Published by: Sayani Sen
  • Posted:May 25, 2019 5:48 pm
  • Updated:May 25, 2019 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রায় প্রত্যেকেরই রাজনৈতিক মতাদর্শ ভিন্ন৷ কেউ বামেদের সমর্থন করেন, তো কেউ গেরুয়া শিবির৷ আবার কারও পছন্দ ঘাসফুল৷ সেই দল জিতে যাওয়ার আনন্দে উচ্ছ্বাসও স্বাভাবিক৷ যেমন সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি৷ গোটা দেশেই বইছে গেরুয়া ঝড়৷ উচ্ছ্বসিত মোদি অনুরাগীরা৷ মোদি ভক্তরা ফল প্রকাশের পর থেকে আবির খেলা, মিষ্টি বিতরণে ব্যস্ত৷ কিন্তু এক মোদি অনুরাগী যা করলেন, তাতে অন্যান্য কর্মী সমর্থকদের যে পিছনে ফেলে দিয়েছেন, তা বলাই চলে৷

[ আরও পড়ুন: হেভিওয়েটরাই ফ্লপ, লোকসভায় পর্যুদস্ত কংগ্রেসের ৯ প্রাক্তন মুখ্যমন্ত্রী]

বিহারের মোতিহারী জেলার বাসিন্দা সোনু প্যাটেল৷ তিনি বিজেপি সমর্থক৷ দেওয়াল লিখন হোক কিংবা জনসভা বা বাড়ি বাড়ি ঘুরে প্রচারেও এক্কেবারে প্রথম সারিতে দেখতে পাওয়া যায় তাঁকে৷ ব্যক্তিগত জীবন এবং বিজেপি-নরেন্দ্র মোদি ছাড়া কিছুই যেন বোঝেন না তিনি৷ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন ভাল ফল করবে গেরুয়া শিবির৷ হলও তাই৷ ফল প্রকাশের পর দেশ কার্যত পদ্মবনের চেহারা নিয়েছে৷ এই পরিস্থিতিতে যেন আনন্দের জোয়ারে ভাসছেন সোনু৷ তাই জয়ের পর থেকেই বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি বিলি করেছেন তিনি৷ গেরুয়া আবিরেও রাঙিয়ে দিয়েছেন সকলকে৷ কিন্তু বিপুল জয়ের পর উচ্ছ্বাস কি আর এতেই শেষ হয়? বিজেপির জয়ে খুশি হয়ে ছুরি দিয়ে বুকে মোদির নামও লিখে ফেলেছেন৷

Advertisement

[ আরও পড়ুন: সিনিয়রদের হেনস্তা, জাত তুলে কটূক্তির জেরে আত্মঘাতী মহিলা চিকিৎসক]

গোটা গোটা হরফে মোদি লিখতে গিয়ে রক্তে ভেসে গিয়েছে ওই যুবকের বুক৷ তবে তাঁর মুখে হাসি রয়েছে সবসময়৷ জয়ের আনন্দের কাছে ম্লান হয়ে গিয়েছে শারীরিক কষ্ট৷ সোনুর একটাই বক্তব্য, ‘‘পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী হিসাবে দেশবাসীর কথা ভেবেছেন নরেন্দ্র মোদি৷ নিজের কথা না ভেবে তিনি যা করেছেন, সেই পুরস্কার সাধারণ মানুষ ভোটবাক্সে দিয়েছেন৷ দ্বিতীয়বার আবারও প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদি৷ তিনি দেশবাসীর জন্য কষ্ট করতে পারলে, আমিও পারব৷’’ সোনুর এই কারসাজি লোকমুখে ছড়িয়ে পড়েছে৷ অনেকেই তাঁর এই কাজকে পাগলামি বলে কটাক্ষ করেছেন৷ তবে বিজেপি নেতৃত্ব এমন একনিষ্ঠ কর্মীকে বাহবা না দিয়ে পারেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement