Advertisement
Advertisement

Breaking News

বিদ্যুৎ ছাড়াই পাখা চালিয়ে তাক লাগালেন ভারতীয় ইঞ্জিনিয়ার

এমন আশ্চর্য পাখা তৈরি করে তাক লাগালেন তামিলনাড়ুর যুবক৷

A Young Engineer Made a Fan That Runs Without Electricity For His Grandfather
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2017 8:56 am
  • Updated:January 30, 2017 9:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীনেশের ছোটবেলা কেটেছে এমন এক গ্রামে যেখানে বিদ্যুৎ পরিষেবা ততটা উন্নত নয়৷ ছোট থেকে ঠাকুরদাকে দেখেছেন ভীষণ গরমের মধ্যে কাজ করতে৷ আর ঠাকুরদার কষ্টই দূর করতে চেয়েছিল ছোট্ট নাতি৷ সময় পাল্টেছে৷ দীনেশ লেখাপড়া শিখে হয়েছেন ইঞ্জিনিয়ার৷ আর এরপরেই ঠাকুরদার কষ্ট লাঘব করতে বানিয়ে ফেলেছেন এমন এক পাখা, যা চলবে কোনও বিদ্যুৎ ছাড়াই৷ আর দীনেশের তৈরি পাখার সেই ভিডিওই এখন ভাইরাল ইন্টারনেটে৷

সম্প্রতি সেই পরিবেশ-বান্ধব পাখার একটি ভিডিওই দীনেশ নিজের ফেসবুকে আপলোড করেছেন৷ তিনি জানিয়েছেন, এই পাখা তৈরি হয়েছে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ থেকে৷ তাঁত যন্ত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পাখাটিকে৷ ফলত যন্ত্র চললেই এমনিই চলতে থাকবে পাখা৷ কোনও বিদ্যুতের প্রয়োজন নেই, অথচ দিব্যি চলবে এ পাখা৷

Advertisement

(২০১৯-এর লোকসভা নির্বাচনেও কংগ্রেস-সপা জোটের ইঙ্গিত)

দীনেশ জানিয়েছেন, এই পাখা তৈরি করা তেমন কঠিন নয়৷ পাশাপাশি, যে কোনও সাধারণ মানুষ সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ফ্যান৷ আর তাঁতযন্ত্রের সঙ্গে যুক্ত করলে, বিনা বিদ্যুতেই চবে এই পাখা৷ আপাতত এই পাখা বানিয়েই দাদুর কষ্ট লাঘব করেছেন তিনি৷ তবে তাঁর আশা, তাঁর এই উদ্ভাবন সাধারণ মানুষের কাজে লাগবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement