Advertisement
Advertisement

Breaking News

জঙ্গি

দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে নির্বিচারে গুলি জঙ্গির, পুলওয়ামায় মৃত্যু মহিলার

কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় নেয়নি৷

A woman was shot dead by terrorists in Jammu and Kashmir's Pulwama
Published by: Sayani Sen
  • Posted:June 5, 2019 1:09 pm
  • Updated:June 5, 2019 1:09 pm  

মাসুদ আহমেদ, শ্রীনগর: ইদের সকাল থেকে উত্তপ্ত উপত্যকা৷ অশান্ত কাশ্মীরের পুলওয়ামা৷ বুধবার সকালে আচমকাই জনবসতি এলাকায় হানা দেয় জঙ্গিরা৷ নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা৷ জঙ্গিদের গুলিতে এক মহিলা নিহত হন৷ আরও বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে প্রত্যেকের৷

[ আরও পড়ুন: ‘বাঙালি মেয়ে মুম্বইয়ে বার ডান্স করতে পারলে, হিন্দি শিখতে আপত্তি কেন?’ বিতর্কে তথাগত]

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে একদল জঙ্গি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র হাতে ওই এলাকায় হানা দেয়৷ একটি বাড়ির দরজা ধাক্কা দিতে থাকে৷ দরজা খোলার পরই এক মহিলাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় তারা৷ নিজিনা বানো নামে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন৷ ঘটনায় হতচকিত হয়ে যান প্রত্যেকেই৷ তাঁর পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন৷ কী করবেন বুঝে ওঠার আগে ছটফট করতে করতে মারা যান ওই মহিলা৷ ততক্ষণে যদিও বাড়ির ভিতরে ঢুকে পড়ে জঙ্গিরা৷ বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় তারা৷ এই ঘটনায় আরও বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তাঁদের মধ্যে মহম্মদ সুলতান নামে এক নিরীহ নাগরিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই ব্যক্তি৷ এদিকে, আবার শ্রীনগরের জামিয়া মসজিদের কাছে জাকির মুসা এবং মাসুদ আজহারের নাম লেখা পোস্টার হাতে বেশ কয়েকজন বিক্ষোভ দেখায়৷ পরিস্থিতি সামাল দিতে গেলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপও করে তারা৷ 

Advertisement

[ আরও পড়ুন: ইসলামিক স্টেটের দেওয়াল লিখনে মহেন্দ্র সিং ধোনির নাম, জারি হাই অ্যালার্ট]

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা৷ তাতেই শহিদ হন চল্লিশের বেশি সিআরপিএফ জওয়ান৷ সেই ঘটনার পর এখনও চার মাস কাটেনি৷ তার আগেই আবারও জঙ্গি কার্যকলাপে থমথমে পুলওয়ামা৷ দরজা ধাক্কা দিয়ে বাড়িতে ঢুকে জঙ্গিদের নির্বিচারে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত উপত্যকাবাসী৷ ঘটনা নতুন করে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনিক আধিকারিকদের৷ ইদের দিন সকালে পুলওয়ামায় নিরীহ মহিলার মৃত্যুর ঘটনায় কোনও জঙ্গি সংগঠনই দায় স্বীকার করেনি৷ জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে৷ এলাকায় জারি হাই অ্যালার্ট৷ নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement