Advertisement
Advertisement
Rape

আয়ুর্বেদিক ম্যাসাজের ‘টোপ’, হোটেলের ঘরে বিদেশিনীকে ধর্ষণ যুবকের

অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

A woman from Netherlands allegedly raped in Jaipur under the pretext of massage। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:March 18, 2022 12:36 pm
  • Updated:March 18, 2022 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেদারল্যান্ডস (Netherlands) থেকে রাজস্থানে (Rajasthan) বেড়াতে এসেছিলেন বছর ৪৫-এর এক মহিলা। উঠেছিলেন জয়পুরের নামী হোটেলে। সেখানেই হোটেলের ঘরের ভিতরে ম্যাসাজ করার নামে তাঁকে ধর্ষণ (Rape) করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

ঠিক কী হয়েছিল? জয়পুরে বেড়াতে এসেছিলেন ওই বিদেশি পর্যটক মহিলা। তিনি যে হোটেলে উঠেছিলেন সেখানেই তাঁকে আয়ুর্বেদিক ম্যাসাজ করানোর প্রস্তাব দেওয়া হয়। তিনি চেয়েছিলেন কোনও মহিলা ম্যাসাজ কর্মী তাঁকে ম্যাসাজ করুন। কিন্তু তাঁর রুমে পাঠানো হয়েছিল এক পুরুষ কর্মীকে। অভিযোগ, এরপরই ম্যাসাজের নামে ওই মহিলাকে নগ্ন করে তাঁর সঙ্গে অশ্লীলতা করেন ওই কর্মী। প্রায় ২ ঘণ্টা ধরে এমনটা চলতে থাকে। এরপর অভিযুক্ত কর্মী সেখান থেকে বেরিয়ে গেলে দ্রুত হোটেল ছাড়েন নির্যাতিতা। তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে নড়েচড়ে বসে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: গুজরাটের স্কুলে এবার পড়ানো হবে ভগবত গীতা, বিজেপি সরকারের সিদ্ধান্তে সমর্থন আপ, কংগ্রেসের]

এফআইআর দায়ের করার ঘণ্টা চারেকের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। নির্যাতিতা জানিয়েছেন, অভিযুক্ত ওই ম্যাসাজ কর্মী তাঁকে শাসিয়ে বলেছিল, তিনি যেন মুখ না খোলেন। অবশেষে ওই মহিলা রুখে দাঁড়াতেই গ্রেপ্তার ম্যাসাজ কর্মী। নিজের নারকীয় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে নির্যাতিতা বলেছেন, দীর্ঘ সময় ধরে তাঁকে নির্যাতনের মুখে পড়তে হয়েছিল। কিন্তু তিনি ভয় ও সঙ্কোচে প্রতিবাদ করতে পারছিলেন না।

জানা গিয়েছে অভিযুক্ত কেরালার বাসিন্দা। সে জয়পুরে ম্যাসাজ কর্মী হিসেবে কাজ করত। পুলিশ যখন তাকে ধরে তখন সে রাজস্থান থেকে কেরালায় পালিয়ে যাওয়ার মতলব করছিল। ডিসিপি রিচা তোমার জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। এর সঙ্গে আর কেউ যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই ফের বৈঠকে কংগ্রেসের বিক্ষুব্ধরা, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement