Advertisement
Advertisement
Jharkhand

স্ত্রীকে খুনের পর দেহ ৫০ টুকরো করল স্বামী! হাড়হিম কাণ্ড ঝাড়খণ্ডে

পুলিশের জালে অভিযুক্ত।

A woman allegedly killed by husband in Jharkhand | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 18, 2022 1:56 pm
  • Updated:December 18, 2022 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের (Shraddha Walker Murder Case) ছায়া এবার ঝাড়খণ্ডে। দ্বিতীয় স্ত্রীকে খুনের পর দেহ ৫০ টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। একটি পুরনো বাড়ি থেকে মহিলার দেহের ১৮টি টুকরো উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রুবিকা পাহাড়িন। আদিবাসী ওই তরুণীর স্বামী দিলদার আনসারি। তাঁদের মধ্যে পরিচয় মাত্র বছর দুয়েকের। জানা গিয়েছে, কিছুদিন ধরেই পরিবারের সদস্যরা রুবিকার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। সেই কারণে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় তল্লাশি। শনিবার সন্ধেয় উদ্ধার হয় রুবিকার দেহাংশ। গ্রেপ্তার করা হয়েছে দিলদারকে।

Advertisement

[আরও পড়ুন: আইন তৈরিতেই প্রভাব ফেলছে সংখ্যাগুরু মতবাদ, সমাজের দুর্বল অংশকে নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি]

সাহেবগঞ্জের এসপি বলেন, “এক ২২ বছরের মহিলার দেহ ৫০ টুকরো করা হয়েছে। দেহের ১৮ টি টুকরো উদ্ধার হয়েছে। তবে বেশ কিছু অংশ পাওয়া যায়নি। স্বামী দিলদার আনসারিকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত মহিলা ধৃতের দ্বিতীয় স্ত্রী।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের পর বৈদ্যুতিন কোনও যন্ত্র দিয়ে টুকরো করা হয়েছে রুবিকার দেহ। তদন্ত চলছে।

প্রসঙ্গত, এদিনই জয়পুরের এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। ৩২ বছরের অনুজ শর্মা রাজস্থানের জয়পুরের বিদ্য়ানগরের বাসিন্দা। পিসির দেহ ছুরি দিয়ে ১০ টুকরো করে ওই যুবক। নিজের ঘাড় থেকে দোষ ঝেড়ে ফেলতে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে অনুজ। পুলিশকে জানায়, পিসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

[আরও পড়ুন: আইন তৈরিতেই প্রভাব ফেলছে সংখ্যাগুরু মতবাদ, সমাজের দুর্বল অংশকে নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement