Advertisement
Advertisement

শহিদ জওয়ানের পরিবারকে সরাসরি টাকা পৌঁছে দেবে ‘ভারত কে বীর’

অক্ষয় কুমারের পরামর্শে অ্যাপটি তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

A web based platform and a mobile application named 'Bharat Ke Veer' launched to help the families of martyred security personnel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 9, 2017 1:07 pm
  • Updated:April 9, 2017 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহিদ জওয়ানের প্রাণের মূল্য মেটাতে পারে না কোটি টাকার অর্থ সাহায্যও৷ কিন্তু বাড়ির উপার্জনকারী পুরুষটি চলে গেলে সেই বাড়ির স্ত্রী-সন্তানের প্রবল আর্থিক কষ্টে দিন কাটাতে হয়৷ শহিদ জওয়ানের জন্য হয়তো চোখের জল ফেলা সহজ, কিন্তু সেই জওয়ানের পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা কিন্তু ততটা সহজ নয়৷ সেই কঠিন কাজকে সম্ভব করতেই এবার আসরে নামল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ উদ্যোগ নিলেন অক্ষয় কুমার৷

Advertisement

শহিদ জওয়ানের পরিবারের কাছে সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দিতে একটি ওয়েব বেসড প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার৷ অ্যাপটির নাম ‘ভারত কে বীর’৷ সিআরপিএফ-এর ‘শৌর্য দিবস’ উপলক্ষে এই অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক ও সেনাবাহিনীর বিশিষ্ট ব্যক্তিরা৷ শহিদের প্রাণের মূল্য শুধু অর্থে চোকানো সম্ভব নয়, কিন্তু স্বজনহারানো পরিবারের পাশে দাঁড়ানোর রাস্তা সাধারণ মানুষের জন্য খুলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক৷

এই অ্যাপের মাধ্যমে শহিদ অধাসেনা জওয়ানের পরিবারের কাছে সহজে ও সরাসরি অর্থ সাহায্য পৌঁছে দিতে পারবেন দেশের যে কোনও মানুষ৷ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, “যাঁর হৃদয়ে শৌর্য থাকে, রাষ্ট্রবিরোধী গুলি তাঁর শরীরকে ফুঁড়ে দিতে পারে, কিন্তু হৃদয়কে ভেদ করতে পারে না৷” এই প্রসঙ্গে কমান্ডান্ট চেতন চিতার কথাও উল্লেখ করেন রাজনাথ সিং৷ তিনি আরও বলেন, শহিদ সেনার পরিবারকে আগে ৩০ লক্ষ টাকার বেশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হত না৷ এখন সেই আর্থিক সাহায্যের পরিমাণ বেড়েছে৷” এবার থেকে শহিদদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্র, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷


অক্ষয় কুমার বলেন, “একজন অভিনেতা নয়, আজ আমি এক সেনা জওয়ানের পুত্র হিসাবে এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছি৷” তিনি আরও বলেন, “দেশের নিরাপত্তারক্ষীরা শহিদ হলে আমি যতটা পারি অর্থ সাহায্য করি৷ কিন্তু আমার অনেক বন্ধুবান্ধবও তাঁদের পরিবারকে সাহায্য করতে চান৷ তাঁদের জন্যই এই অ্যাপ৷” রাজনাথ সিং বলেন, শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, জওয়ানদের বীরগাথা পড়ে অনুপ্রাণিত হতেও প্রত্যেক ভারতীয়র ‘ভারত কে বীর’ অ্যাপ ও ওয়েবসাইট ভিজিট করা দরকার৷ অক্ষয় কুমারের পরামর্শে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অ্যাপটি তৈরি করেছে৷ আধাসেনার পরিবারকে অনলাইনে অর্থ সাহায্য করতেই এই উদ্যোগ৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement