Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

বাড়িতে ঢুকে ঘুমন্ত গ্রামপ্রধান ও তাঁর মা, স্ত্রীকে গুলি করে খুন, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

রাজনৈতিক প্রতিহিংসার ফলেই ওই খুন, দাবি পরিবারের।

A village head and two members of his family were shot dead in Uttar Pradesh। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 1, 2022 9:45 pm
  • Updated:November 1, 2022 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক গ্রামপ্রধানের বাড়িতে ঢুকে তাঁকে খুন করল আততায়ীরা। তাদের গুলিতে প্রাণ হারালেন ওই ব্যক্তির মা ও স্ত্রীও। সাথরা গ্রামের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে চারজন আততায়ী হামলা চালিয়েছিল। দু’টি মোটর সাইকেলে তারা ঘটনাস্থলে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এর পিছনে সম্ভবত রাজনৈতিক শত্রুতা রয়েছে বলেই ধারণা পুলিশের।

জানা গিয়েছে নিহত গ্রামপ্রধানের নাম রাকেশ গুপ্ত (৫৮)। তাঁর স্ত্রী সারদা দেবী (৫৪) ও মা শান্তি দেবীও (৮০) আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, রাকেশ এর আগে ব্লক প্রধান ও জেলা পঞ্চায়েতের প্রধান ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটক পুর নিগম নির্বাচনে বড় সাফল্য, বিজয়াপুরায় ৩৫টির মধ্যে ১৭টি আসনে জয়ী বিজেপি]

পুলিশ সুপারিটেন্ডেন্ট ও পি সিং জানিয়েছেন, সন্ধে ৬টা নাগাদ পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, পিছনের দরজা দিয়ে ওই ব্যক্তির ঘরে ঢুকেছিল আততায়ীরা।

যে সময়ে হামলার ঘটনা ঘটে, তখন রাকেশ ও তাঁর স্ত্রী, মা সকলেই ঘুমিয়ে ছিলেন। আচমকাই ঘটনাস্থলে প্রবেশ করে গুলি চালাতে থাকে আততায়ীরা। পরিবারের সদস্যদের দাবি, এর পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ওই খুন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যার ফলে অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হবে।

[আরও পড়ুন: মোরবির দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী, পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement