Advertisement
Advertisement
Uttar Pradesh

‘মাইক না খুললে লাশ গুনতে হবে’, যোগীরাজ্যের মসজিদে ‘সনাতনী’ লেখা হুমকি চিঠি

মসজিদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

A threatened letter found in Uttar Pradesh Masjid, Police investigating

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 13, 2024 5:06 pm
  • Updated:July 13, 2024 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মসজিদের লাউড স্পিকার না খুললে লাশ গুনতে হবে’। এমনই হুমকি চিঠিকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়াল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মোদি নগর এলাকায়। চিঠিতে কারও নাম না লেখা থাকলেও নিচে লেখা রয়েছে সনাতনী। ফলে কোনও হিন্দু সংগঠন এই চিঠি লিখেছে? নাকী কোনও পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে এই ষড়যন্ত্র, তার তদন্ত শুরু হয়েছে। মসজিদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

মোদি নগরের আদর্শ নগর কলোনিতে অবস্থিত সুনহারি মসজিদ। শনিবার সকালে এখানে প্রার্থনা করতে গিয়ে মসজিদ চত্বরে মেলে এই চিঠি। যেখানে লেখা ছিল, ‘মুসলিমরা মন দিয়ে আমাদের কথা শোন। মসজিদের লাউড স্পিকার থেকে যদি আওয়াজ বের হয় তবে তার ফল ভাল হবে না। যদি কোনও আওয়াজ হয় সেক্ষেত্রে লাশ গোনার জন্য তৈরি থাকো।’ মুরাদনগরের সমস্ত মসজিদের মাইক খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয় ওই ওই চিঠিতে। কারও নাম লেখা না থাকলেও চিঠির নিচে লেখা ছিল সনাতনী।

Advertisement

[আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত অসমে মৃত বেড়ে ৯০, বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্রের জল]

এই চিঠি হাতে পাওয়ার পর মুরাদনগর থানায় অভিযোগ জানায় মসজিদ কর্তৃপক্ষ। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। কে বা কারা এই চিঠি মসজিদের মধ্যে রেখে এল তার খোঁজ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বাড়ানো হয়েছে মসজিদের নিরাপত্তা। আদৌ কোনও হিন্দু সংগঠন এই ঘটনার সঙ্গে যুক্ত, নাকী এলাকায় হিংসা ছড়াতে কেউ বা কারা ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু হয়েছে। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান নিছক ভয় পাওয়ানোর জন্যই এই কাজ করেছে স্থানীয় কেউ। ওই হুমকি চিঠির বাহকের সন্ধানে নেমেছে স্থানীয় প্রশাসন।

[আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনে দুরন্ত ফল ‘ইন্ডিয়া’র, জোর ধাক্কা বিজেপি জোটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement