ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস বিরোধী অভিযানে জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য সেনার। বান্দিপোরা মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযানে এক জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। এই অভিযান চলাকালীন দুই জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি উত্তর কাশ্মীরের কুপওয়াড়াতেও জঙ্গিদের সঙ্গে শুরু হয়েছে গুলির লড়াই।
মঙ্গলবার বিকেলে বান্দিপোরার কেতসুন বনাঞ্চলে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে উপত্যকার পুলিশ ও আধাসেনার যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। সেনা অভিযানে পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা পালটা জবাব দেয় জওয়ানরাও। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা সেই অভিযানে এক অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহয় হয়েছেন দুই জওয়ান। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বান্দিপোরার পাশাপাশি কুপওয়াড়াতেও চলছে অভিযান।
Operation Kaitsan, Bandipora | One terrorist has been eliminated by the security forces in the ongoing Operation. Operation is in progress: Chinar Corps, Indian Army pic.twitter.com/KaqMRLFpMT
— ANI (@ANI) November 6, 2024
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উপত্যকায় একের পর এক জঙ্গি হামলার ঘটনায় ঘুম ছুটেছে প্রশাসনের। গত ২০ অক্টোবর গান্দেরবালে জঙ্গি হামলায় এক চিকিৎসক-সহ ৬ শ্রমিক প্রাণ হারান। এর পর সেনা কনভয়ে হামলার ঘটনা ঘটে। গত ৩ নভেম্বর শ্রীনগরে গ্রেনেড হামলায় মহিলা, শিশু-সহ ১২ জন আহত হন। একদিকে জঙ্গি হামলার কড়া জবাব দিতে পালটা অভিযানও চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। ২৯ অক্টোবর আখনুরে সেনা অভিযানে খতম হয় ৩ জঙ্গি। ২ নভেম্বর অনন্তনাগ জেলায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ জঙ্গিকে খতম করে সেনা। এবার বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম আরও এক জঙ্গি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.