Advertisement
Advertisement

Breaking News

Gold

সোনার গুঁড়ো কুড়োতে যাওয়াই কাল! বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু কিশোরের

পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

A teen dies of asphyxiation while collecting gold dust। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:February 23, 2023 2:55 pm
  • Updated:February 23, 2023 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনার গুঁড়ো (Gold dust) কুড়োতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল কোয়েম্বাটুরের (Coimbatore) ১৩ বছরের এক কিশোরের। পুলিশ জানিয়েছে, নামাক্কল জেলার ভ্যারাইটি হল রোড সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটেছে।

মৃত কিশোরের নাম ভিগনেশ। সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে। অন্যদিন বাবা বালানের সঙ্গে সে এই কাজ করতে আসত বলে জানা যাচ্ছে। কিন্তু ঘটনার দিন বাবার শরীর খারাপ থাকার জন্য ভিগনেশ একাই এসেছিল। এরপরই সে নর্দমায় নেমে ওই ধুলো আলাদা করার কাজ করছিল। তার সঙ্গে অন্যরাও ছিল।

Advertisement

[আরও পড়ুন: মোদিকে কটাক্ষের জের? আচমকা বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার কংগ্রেস নেতাকে]

কাজ করতে করতে ক্রমেই ভিগনেশ এমন একটি স্থানে চলে যায়, যেটি অত্যন্ত সংকীর্ণ। সেখান থেকে আর বেরতে পারেনি। দমবন্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই নর্দমা থেকে নির্গত বিষাক্ত গ্যাসেই দমবন্ধ হয়ে গিয়েছিল তার। জানা গিয়েছে, শেষ মুহূর্তে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেছিল হতভাগ্য ভিগনেশ। কিন্তু কোনও ভাবেই বেরিয়ে আসতে পারেনি। এমনকী, সে সাহায্য়ের জন্য চিৎকার করলেও তা অন্যদের কানে পৌঁছয়নি। ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।

[আরও পড়ুন: ভাঁড়ারে টান! প্লেনারি সেশনে সদস্যদের বার্ষিক চাঁদার পরিমাণ বাড়াতে চলেছে কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement