Advertisement
Advertisement

Breaking News

বেঙ্গালুরু

লকডাউনে মানবিক বেঙ্গালুরু, নিখরচায় তিনবেলা খাবার পাচ্ছেন আটকে পড়া বাঙালিরা

চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়ে সেখানেই আটকে বহু বাঙালি।

A team in Bengaluru feed Bengalis who got stuck in the city due to coronavirus outbreak
Published by: Sulaya Singha
  • Posted:April 1, 2020 12:59 pm
  • Updated:April 1, 2020 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার জেরে দেশজুড়ে ২১ দিনের লকডাউন। যে যেখানে রয়েছেন, তাঁকে সেখানেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধ বিমান, ট্রেন-পরিবহণ-সহ সমস্ত পরিষেবা। ফলে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়েছেন অনেক বাঙালি। বেঙ্গালুরুতে সেই সংখ্যাটা রীতিমতো চোখে পড়ার মতো। তবে এমন দুর্দিনে আটকে পড়া বাঙালিদের অন্তত অভুক্ত থাকতে হচ্ছে না।

প্রায় প্রতিদিনই হাজারো বাঙালি চিকিৎসার জন্য বেঙ্গালুরু পৌঁছায়। সেখানেই হোটেল কিংবা গেস্ট হাউসে গিয়ে ওঠেন তাঁরা। কিন্তু লকডাউনে ছবিটা বদলে গিয়েছে। যাঁরা পৌঁছেছিলেন, তাঁরা সেখানেই বন্দি। ফেরার পথ নেই। বন্ধ স্থানীয় দোকানপাটও। ফলে খাবার জোগাড় করতে রীতিমতো যুদ্ধ করতে আসছে। রাস্তায় বেরলেই লাঠি হাতে দাঁড়িয়ে পুলিশ। চাল-ডাল সংগ্রহ করতে গেলেও পুলিশের তাড়া খেতে হচ্ছে অনেককেই। এমন কঠিন পরিস্থিতিতে এই সব বাঙালির পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপির নেতা ইয়ালাপ্পা। ঠিক করেন, আটকে পড়া বাঙালিদের মুখে অন্ন তুলে দেবেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বাবা, বাইরে যেও না’, লকডাউনে কচি গলার অনুরোধে মজল নেটদুনিয়া

গত রবিবার থেকে বেঙ্গালুরুর কাদুগড়ির ভিএল কলোনিতে শুরু হয়ে গিয়েছে কাজ। একটি দল রাস্তার ধারেই প্রায় সাড়ে তিন হাজার মানুষকে খাবার বিতরণ করছে। একবেলা নয়, তিনবেলা। সকাল, দুপুর এবং রাতের খাবার নিখরচায় পাচ্ছেন সেই বাঙালিরা। তিনবেলা খাবারের জন্য নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। তখনই রাস্তায় বেরিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে খাবার হাতে তুলে নিচ্ছেন তাঁরা।

যতদিন লকডাউন চলবে, ততদিনই এই পরিষেবা দেওয়ার ইচ্ছা রয়েছে ইয়ালাপ্পার। শুধু তাই নয়, আটকে পড়া বাঙালিদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে সেই দলই গাড়ি করে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। করোনায় জেরবার যখন গোটা দেশ তখন বেঙ্গালুরুর এই মানবিক ছবি নিঃসন্দেহে নজর কাড়ার মতো।

[আরও পড়ুন: যমজ সন্তান প্রসব COVID-19 আক্রান্ত মহিলার, নাম দিলেন করোনা ও ভাইরাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement