Advertisement
Advertisement
Pregnant Woman

নাবালক সহপাঠীকে বিয়ে করে অন্তঃসত্ত্বা কলেজ ছাত্রী, তারপর যা হল…

গত এপ্রিল মাসে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই নাবালক।

A Tamil Nadu Pregnant Woman, Arrested For Marrying Minor Classmate | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 12, 2022 5:31 pm
  • Updated:October 12, 2022 6:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ বছরের কলেজ ছাত্রী নাবালক সহপাঠীকে বিয়ে করে বিপাকে পড়ল। ওই তরুণী অন্তঃসত্ত্বা বলেও জানা গিয়েছে। তামিলনাডুর (Tamilnadu) সালেম জেলার (Salem District) এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তরুণীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে বাড়ি থেকে নিখোঁজ হয় নাবালক। কিশোরের পরিবার পুলিশ অভিযোগ দায়ের করলে তদন্তে নামে সালেম জেলা পুলিশ। এরপরই কলেজ ছাত্রী তরুণীর খোঁজ মেলে। তাঁর সঙ্গেই থাকছিল ওই নাবালক। বর্তমানে অবশ্য আইনত সাবালক সে। ঘটনার সময় নাবালক থাকায় তরুণীর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা করেছে পুলিশ। অন্তঃসত্ত্বা তরুণীর শারীরিক পরীক্ষার পরেই তাঁর বিরদ্ধে মামলা দায়ের হয়। কমিশনার অফ পুলিশ (Commissioner of Police) নাজমুল হুদা (Nazmul Huda) জানিয়েছেন, আদালত অভিযুক্ত তরুণীকে জেলা হেফাজতে পাঠিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দেশজুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল! লোকসভায় জিততে ফের মোদিকে মুখ করে প্রচারে BJP]

রাজ্যের কুড্ডুলুর জেলায় (Cuddalore District) একই ধরনের একটি ঘটনা ঘটেছে। ১৬ বছরের কিশোরীকে বিয়ে করায় ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, বাসস্ট্যান্ডে এক কিশোরীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছে সে। পকসো আইনে কিশোরের বিরদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ রয়েছে কিশোরের বিরুদ্ধে। নাবালিকার শারীরিক পরীক্ষা করে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: কেন্দ্রের আশ্বাসই সার, ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে হবে ৬.৮ শতাংশ, পূর্বাভাস IMF-এর]

বদলে যাওয়া সময়ে ছেলেমেয়েদের মানসিক বয়স বাড়ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে যৌনতার বিষয়ে আরও বেশি খোলামেলা শিক্ষার কথা বলছেন ওয়াকিবহাল মহল। যৌনশিক্ষার বিষয়ে ভারত পিছিয়ে রয়েছে বলেও মনে করা হয়ে থাকে। এর ফলে এই সংক্রান্ত অপ্রীতিকর ঘটনার সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে।    

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement