Advertisement
Advertisement
ভগৎ সিং

ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য অনুকরণ করতে গিয়ে বিপত্তি, মৃত্যু কিশোরের

স্কুলের নাটকে বিপ্লবী ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল কিশোর।

A student dies tries to imitate Bhagat Singh’s hanging scene
Published by: Sayani Sen
  • Posted:February 6, 2020 5:25 pm
  • Updated:February 6, 2020 9:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে নাটক হয়েছিল। তাতেই প্রথমবার কিশোর জেনেছিল বিপ্লবী ভগৎ সিংয়ের কথা। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান মন ছুঁয়ে গিয়েছিল। নাটকের মঞ্চে ফাঁসির সময় চোখ ভিজে গিয়েছিল কিশোরের। তবে স্কুলের নাটকে ভগৎ সিং হতে পারেনি ছাত্র। তার পরিবর্তে সে একজন পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছিল। বাড়ি ফিরে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য একা একাই অনুকরণ করতে যায় কিশোর। তাতেই ঘটল বিপত্তি। গলায় ফাঁস লেগেই মৃত্যু হল কিশোরের। এই ঘটনার পর থেকেই থমথমে মধ্যপ্রদেশের মান্দসৌর।

শ্রেয়াংশ নামে বছর বারোর ওই কিশোর মধ্যপ্রদেশের মান্দসৌরের বাসিন্দা। বাবা-মায়ের সঙ্গে থাকত সে। কিশোরের পরিবারের দাবি, সদ্যই তার স্কুলে ভগৎ সিংকে নিয়ে একটি নাটক করা হয়। ওই নাটকে পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয়ও করেছিল স্কুলছাত্র। তবে বিপ্লবী চরিত্র মন ছুঁয়ে গিয়েছিল তার। ফাঁসির দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল বলেই জানায় কিশোরের পরিবার। স্কুল থেকে বাড়ি ফেরার পরেও বারবার মায়ের কাছে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য নিয়েই কথা বলতে থাকে কিশোর।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর পিঠে ডান্ডা ভাঙবে যুব সম্প্রদায়’, বেফাঁস রাহুল গান্ধী]

তারপর সে একটি ঘরে ঢুকে খেলা করতে শুরু করে। বড়রা কেউই তার দিকে নজর দেননি। বেশ কিছুক্ষণ পরেও সাড়াশব্দ না পেয়ে ঘরে ছুটে যান কিশোরের মা। ঘরে ঢুকে অবাক হয়ে যান তিনি। দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে ঝুলছে কিশোর। বিছানায় পড়ে রয়েছে তার হাতে থাকা মোবাইল। তাতে তখনও চলছে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য। কান্নাকাটি করতে শুরু করেন কিশোরের মা। প্রতিবেশীরা জড়ো হয়ে যান। কিশোরকে উদ্ধার করে মান্দসৌর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে মারা গিয়েছে ওই কিশোর। শিশুর পরিজনদের দাবি, ফাঁসির দৃশ্য অনুকরণ করতে গিয়েই বিপত্তি ঘটিয়েছে ওই কিশোর।

মান্দসৌরের আফজলপুর থানার পুলিশ কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মান্দসৌরের জেলা পুলিশ সুপার হিতেশ চৌধুরি বলেন, “বারো বছরের কিশোর ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য অনুকরণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অভিভাবকদের একটা কথাই বলব, সন্তানদের দিকে খেয়াল রাখুন। তারা কী করছে না করছে তা দেখুন। বিশেষত মোবাইল ব্যবহার করলে আরও বেশি করে সন্তানের প্রতি খেয়াল রাখুন।” এই ঘটনায় ভেঙে পড়েছেন কিশোরের পরিজনেরা। স্কুল কর্তৃপক্ষও বিষয়টি দেখে শিক্ষা নিয়ে এই ধরনের নাটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement