প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক স্পাইসজেট বিমান চালকের শরীরে মিলল করোনার নমুনা। যদিও মার্চ মাসে তিনি কোনও আন্তর্জাতিক বিমান চালাননি বলে দাবি করেন তাঁর সংস্থার কর্মীরা। তবে তাতেও করোনার কামড় থেকে বাদ পড়েননি সেই চালক। তাঁর শরীরেও মিলেছে এই মারণ ভাইরাসের অস্তিত্ব। আন্তর্জাতিক বিমান না চালিয়ে ওই চালকের শরীরে কীভাবে এই প্রাণঘাতী ভাইরাসের নমুনা পাওয়া গেল তা নিয়ে চিন্তায় বিমান সংস্থার আধিকারিকরা।
স্পাইসজেট সংস্থার মুখপাত্র জানান, “২১ মার্চ শেষ একটি অন্তর্দেশীয় বিমান চালিয়েছিলেন করোনায় আক্রান্ত হওয়া ওই স্পাইসজেটের বিমানচালক। সেই বিমানটির রুট ছিল চেন্নাই থেকে দিল্লি পর্যন্ত। এছাড়া এই মাসে ওই ব্যক্তি কোনও আন্তর্জাতিক বিমানের উড়ানে ছিলেন না।” এই বিমানচালকের করোনা পজিটিভ রিপোর্ট পেয়ে তটস্থ হন সংস্থার আধিকারিকরা। তাই সংস্থার বাকি কর্মীদের শারীরিক সুস্থতার স্বার্থে, সেই দিনের বিমানে থাকা সকল কর্মীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। ইতিমধ্যেই দেশে হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ৩ বিদেশি নাগরিক-সহ করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৮। সংস্থার মুখপাত্র বলেন, “এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করতে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা আমাদের সংস্থার তরফ থেকে নেওয়া হবে। কারণ যাত্রীদের সুরক্ষা ও কর্মীদের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।” ২১ দিনের এই লকডাউন পরিস্থিতিতে দেশজুড়ে আন্তর্জাতিক-সহ সমস্ত অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
স্পাইসজেট সংস্থার মুখপাত্র দাবি করেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর নির্দেশ মেনে করোনা প্রতিরোধের সকল করণীয়ই আমরা পালনের চেষ্টা করছি। এই লকডাউনের সময় হু-এর বিধি অনুযায়ী সংস্থার প্রতিটি বিমানকে জীবাণুমুক্তকরণও করা হচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.