Advertisement
Advertisement

Breaking News

অভিষেক

ভুয়ো ডিগ্রি পেশের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব দিল্লির আদালতের

২৫ জুলাইয়ের মধ্যে হাজির হতে হবে তৃণমূল সাংসদকে।

A Special Court summons Abhishek Banerjee in a fake degree case
Published by: Subhajit Mandal
  • Posted:July 11, 2019 8:41 pm
  • Updated:July 11, 2019 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল দিল্লির এক বিশেষ আদালত। তাঁর বিরুদ্ধে ২০১৪ লোকসভা নির্বাচনের হলফনামায় ভুয়ো ডিগ্রি পেশ করার অভিযোগ রয়েছে। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে দিল্লির ওই আদালতে হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে। অভিষেকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন সার্থক চতুর্বেদী নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

[আরও পড়ুন: দোলা সেনকে জেতাতে বিজেপির সমর্থন চেয়েছিলেন মমতা, বিস্ফোরক দাবি মুকুলের]

গত লোকসভা নির্বাচনের আগে সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছিলেন, “নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজেকে এমবিএ বলে দাবি করেছিলেন তৃণমূল সাংসদ। হলফনামায় অভিষেক জানান, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮-২০০৯ সালে পাশ এমবিএ ডিগ্রি নিয়ে পাশে করেছেন। অথচ ওই শিক্ষা প্রতিষ্ঠানটিই ২০১৪ সালে দিল্লি হাই কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিল, তারা এই ধরনের কোনও ডিগ্রি তৃণমূল সাংসদকে দেননি।” শুধু তাই নয়, স্নাতক ডিগ্রি নিয়েও তৃণমূল সাংসদ তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছিল সিপিএম।

Advertisement

[আরও পড়ুন: বিজেপিতে যোগ গোয়ার ১০ কংগ্রেস বিধায়কের, দিল্লিতে ধরনায় সোনিয়া-রাহুল]

এরপরই সুপ্রিম কোর্টের ওই আইনজীবী অভিষেকের বিরুদ্ধে মামলা করেন। মামলাকারীর তরফে বলা হয়, নির্বাচনের প্রার্থীরা নিজেদের উচ্চশিক্ষিত প্রমাণ করে সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেন। এই কারণেই, অভিষেক ডিগ্রি সংক্রান্ত তথ্য দেন। এই অভিযোগের ভিত্তিতে এদিনের শুনানিতে বিচারক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। তাঁকে ১২৫ এ ধারায়, জনপ্রতিনিধি আইনে, কমিশন অফ অফেন্স (ভুয়ো হলফনামা জমা দেওয়া) নোটিস পাঠানো হয়েছে”।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement