Advertisement
Advertisement

Breaking News

আফ্রিকান পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে অভিযুক্ত৷

A  South African student accused of rape
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 1:44 pm
  • Updated:September 6, 2016 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে লুধিয়ানায়৷ স্থানীয় একটি কলেজের পড়ুয়া আফ্রিকান সহপাঠিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বছর কুড়ির ওই যুবক লুধিয়ানায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকত৷ শনিবার রাতে সে সহপাঠিনীকে ফোন করে তাঁকে ফ্ল্যাটে আসতে অনুরোধ করে৷ মেয়েটিকে জানানো হয়, তাদের এক বন্ধু মদ্যপ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে তাই তাকে নিজের বাড়িতে দিয়ে আসার জন্য সাহায্যের প্রয়োজন৷ কলেজের ছাত্রী আবাসনে থাকেন বলে তাঁকে ওই যুবক মধ্যরাতে কলেজের সামনে থেকেই নিয়ে যায়৷ নির্যাতিতার দাবি, অভিযুক্ত যুবক তখন মদ্যপ অবস্থায় ছিল৷ এবং গাড়িতে ওঠার পর তাঁকে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে৷ পালিয়ে যাওয়ার আগে শ্বাসরোধ করে খুন করার চেষ্টাও করে সে৷ কোনপ্রকারে সেখান থেকে পালিয়ে আবাসনে ফিরে কর্তৃপক্ষকে সম্পূর্ণ ঘটনা জানান ওই যুবতী৷ কর্তৃপক্ষই পুলিশকে খবর দেয়৷

Advertisement

ভারতীয় দণ্ডবিধির, ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা দায়ের হয়েছে৷ তদন্তকারী অফিসার গুরুদেব সিং জানান, অভিযুক্ত যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দেশ থেকে বাইরে যাতে বেরোতে না পারে সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ৷ দক্ষিণ আফ্রিকার দূতাবাসে খবরটি জানানো হয়েছে৷ এবং অভিযোগকারিনীর স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে৷

নির্যাতিতা ঘটনার আকস্মিকতায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন৷ তাই কলেজ কর্তৃপক্ষ দুজন স্টাফকে তার সঙ্গে সবসময় রেখেছে কাউন্সেলিং করার জন্য৷ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অভিযুক্ত যুবককে কলেজ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া  হয়েছে এবং পুলিশকে তদন্তে সবরকম যথাসাধ্য সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement