সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে চলছে কাঁওর যাত্রা৷ লক্ষাধিক পুণ্যার্থী ওই যাত্রায় অংশ নিয়েছেন৷ এক পুলিশ আধিকারিকের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে পুণ্যযাত্রা৷ সম্প্রতি একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে এক পুলিশ আধিকারিক পুণ্যার্থীর পা টিপে দিচ্ছেন৷ ওই ভিডিও ঘিরে উঠেছে বিতর্কের ঝড়৷ পুলিশের কাজ কি শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নাকি সাধারণ মানুষের সেবা করাও, সেই প্রশ্নই তুলেছেন নেটিজেনদের একাংশ৷ তবে অনেকেই আবার পুলিশের পাশে দাঁড়িয়ে তাঁকে ‘মহান’ বলেও আখ্যা দিয়েছেন৷
গত ১৭ জুলাই থেকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে কাঁওর যাত্রা।যা চলছে মহা ধুমধামের সঙ্গে। এই ধর্মীয় রীতি চলাকালীন ডিজে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকবে না বলে আগেই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে তিনি বলেছেন, কাঁওর যাত্রার সময় শুধুমাত্র ভজন চলতে পারে৷ তবে কোনও চলচ্চিত্রের গান বাজানো যাবে না। উত্তরপ্রদেশে হিন্দুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই তীর্থযাত্রা৷ তাঁদের সুবিধার্থেই প্রশাসনের তরফে একাধিক বন্দোবস্ত করা হয়েছে৷ নানা জায়গায় অস্থায়ী স্বাস্থ্য শিবিরও খোলা হয়েছে৷ তেমনই একটি কেন্দ্রের উদ্বোধনে গিয়েছিলেন শামলির পুলিশ সুপার অজয় কুমার৷ সম্প্রতি ওই স্বাস্থ্যকেন্দ্রের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতেই দেখা যাচ্ছে, এক পুণ্যার্থীর পা টিপে দিচ্ছেন পুলিশ সুপার অজয় কুমার।
শামলি পুলিশের তরফে অবশ্য ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্টের সময় লিখেছে, ‘সুরক্ষার সঙ্গে সেবা’। তা সত্ত্বেও ভাইরাল ওই ভিডিও ঘিরেই চলছে তর্ক-বিতর্কের ঝড়৷ সোশ্যাল মিডিয়ায় বাদানুবাদ চলছে নেটিজেনদের। আইনশৃঙ্খলা রক্ষা করা নাকি পুণ্যার্থীর পা টিপে দেওয়াই কাজ পুলিশের, এই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ৷ তবে কেউ কেউ মানবতাকেই ঊর্ধ্বে রাখার পক্ষপাতী৷ তাঁদের দাবি, অজয় কুমারের মতো পুলিশকর্মী অত্যন্ত প্রয়োজন৷ তাঁকে ‘মহান’ বলেও উল্লেখ করেছেন অনেকেই৷
सुरक्षा के साथ-साथ सेवा भी।
— Shamli Police (@shamlipolice) July 26, 2019
आज दिनांक 26.07.19 को SP शामली श्री अजय कुमार द्वारा चिकित्सा शिविर का उद्धघाटन किया गया तथा चिकित्सा शिविर में आये हुए भक्तो की सेवा की गई। @Uppolice @policenewsup @News18India @ABPNews @aajtak @adgzonemeerut pic.twitter.com/zSmRX9VIlP
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.