Advertisement
Advertisement

Breaking News

ইসলাম বিরোধী অজুহাতে স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ায় নিষেধাজ্ঞা!

সেখানকার শিক্ষকের বক্তব্য, জাতীয় সঙ্গীতে 'ভারত ভাগ্য বিধাতা' কথাটির উল্লেখ রয়েছে৷ যা ইসলাম মতবাদের বিরোধী৷

a school in Rajasthan Bans National Anthem, Calls It Anti-Islam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 8:33 pm
  • Updated:August 13, 2016 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না৷ কারণ দেশের জাতীয় সঙ্গীত ইসলাম বিরোধী! স্বাধীনতা দিবসের ৬৯ বছর পূর্তির দু’দিন আগে রাজস্থানের একটি গ্রামের স্কুলের ছাত্রদের এমনই নিদান দেওয়া হয়েছে৷ শুনতে অবাক লাগলেও এটাই ঘটনা৷

রাজস্থানের বারমের জেলার মৌলানা ভালি মহম্মদ রেগিস্তান স্কুলে ছুটির পর ইসলাম ধর্মগ্রন্থ কোরান শিক্ষা দেওয়ার জন্য একটি বিশেষ ক্লাস নেওয়া হয়৷ স্কুলের ছাত্র সংখ্যা ২৫০৷ যার মধ্যে ৩০ জন ছাত্র হিন্দু পরিবারের৷ সেই হিন্দু ছাত্রদেরও জোর করে কোরান পড়ানো হয়৷ সেখানকার শিক্ষকের বক্তব্য, জাতীয় সঙ্গীতে ‘ভারত ভাগ্য বিধাতা’ কথাটির উল্লেখ রয়েছে৷ যা ইসলাম মতবাদের বিরোধী৷ সেই কারণে স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে নিষেধ করা হয় ছাত্রদের৷ যদিও স্কুল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে৷

Advertisement

6fbfef83-0cf8-4c78-bef0-76070ee3a487_1471070524

গোটা ঘটনার খবর পেয়ে স্কুলে একটি পর্যবেক্ষক দল পাঠানোর ব্যবস্থা করেন জেলাশাসক সুধীর কুমার শর্মা৷ স্কুলে গিয়ে দলের আধিকারিকরা দেখেন, ছাত্ররা স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে৷ তাদের সঙ্গে কথা বলে জেলাশাসকের কাছে রিপোর্ট জমা দেন তাঁরা৷ স্কুলের প্রধান শিক্ষক বলেন, “বিশেষ আধিকারিকদের দলকে আমরা স্কুলের গতবছর স্বাধীনতা দিবস উদযাপনের ছবিও দিয়ে দিয়েছি৷ তাতেই প্রমাণ হবে, স্কুলের বিরুদ্ধে আনা এধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন৷”

এর আগে উত্তর প্রদেশের এলাহাবাদের একটি স্কুলে একই ঘটনার কথা সংবাদে উঠে এসেছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement