সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশনে বসছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান৷ জাল্লিকাট্টু নিয়ে লড়াই করছে তামিলনাড়ু৷ সেই স্পিরিটকে সমর্থন করতেই তাঁর এই পদক্ষেপ৷
জাল্লিকাট্টু নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু৷ ঐতিহ্যবাহী এ রীতির উপর জারি হওয়া নিষেধাজ্ঞা, কিছুতেই মেনে নিতে পারছেন তামিলনাড়ুর সাধারাণ মানুষ৷ দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ৷ এই পরিস্থিতিতে সমাধান সূত্রের খোঁজে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম৷ পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷
I’m fasting tomorrow to support the spirit of
Tamilnadu!— A.R.Rahman (@arrahman) January 19, 2017
এদিকে এই ইস্যুতে তামিলনাড়ুর সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সেলেবরাও৷ রজনীকান্ত, কামাল হাসানরা আগেই তাঁদের সমর্থন জানিয়েছিলেন৷ এদিন বিশ্বনাথন আনন্দও জাল্লিকাট্টুকে সমর্থন করেছেন৷ একধাপ এগিয়ে আগামিকাল অনশনে বসার কথা ঘোষণা করেছেন এ আর রহমান৷ তামিলনাড়ুর স্পিরিটকে সমর্থন জানাতেই তাঁর এই পদক্ষেপ৷
My state rises again. In unison . In peace. Proud to be a #tamizhanda.Genext here are modern yet culturally rooted. #JusticeforJallikattu
— Viswanathan Anand (@vishy64theking) January 19, 2017
এদিকে জাল্লিকাট্টুর ঐতিহ্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করও৷
Pongal is the biggest festival in Tamil Nadu,bigger than Holi and Diwali,and #jallikattu is an intergral part of Pongal:Sri Sri Ravi Shankar pic.twitter.com/rGqw9r1lxZ
— ANI (@ANI_news) January 19, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.