Advertisement
Advertisement
তেলেঙ্গানা

বিধায়কের ভাইয়ের দাদাগিরি! গাছ পুঁততে গিয়ে বেধড়ক মার খেলেন মহিলা ফরেস্ট অফিসার

দাদাগিরির ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল৷

A police team & forest guards were attacked allegedly by TRS
Published by: Sayani Sen
  • Posted:June 30, 2019 6:45 pm
  • Updated:July 1, 2019 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলা বনাধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ৷ এই ঘটনার জেরে ফের প্রকাশ্যে নেতার দাদাগিরি৷ এবার অভিযোগের তির তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়কের ভাইয়ের দিকে৷ পুলিশে অভিযোগ দায়ের হয়েছে৷ তবে সরকারি আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউই৷

[ আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসের প্রথম ‘মন কি বাত’, জল সংরক্ষণেই জোর মোদির]

যত দিন যাচ্ছে ততই কমছে গাছের সংখ্যা৷ লাগাতার গাছ কাটার প্রভাব পড়েছে বাস্তুতন্ত্রে৷ তাই বনদপ্তরের উদ্যোগেই তেলেঙ্গানার শিরপুর কাগজনগর ব্লকের কোমারাম ভীম আসিফাবাদে গাছ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ কয়েক হেক্টর জমিতে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু এলাকায় পৌঁছাতেই বনকর্মীরা দেখেন পরিস্থিতি একেবারেই অন্যরকম৷ গাছ বসাতে দেওয়া হবে না, এই দাবি নিয়ে বনকর্মীদের দিকে তেড়ে আসেন একদল গ্রামবাসী৷ তাঁদের নেতৃত্ব দেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়কের ভাই কনেরু কৃষ্ণ৷ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বনদপ্তরের মহিলা আধিকারিককেও৷ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্ত্বে আনেন৷

Advertisement

[ আরও পড়ুন: দুর্নীতি রুখতে পদক্ষেপ, দ্রুত ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর উদ্যোগ মোদি সরকারের]

বিধায়কের ভাই যদিও মহিলা বনাধিকারিককে মারধরের কথা স্বীকার করে নিয়েছেন৷ তিনি বলেন,‘‘গাছ বসানোর নামে জোর করে জায়গা দখল করছিল বনদপ্তর৷ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেকথাই বলতে গিয়েছিলাম আধিকারিকদের৷ কিন্তু আচমকাই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই মারধর করে ফেলি৷ পরিকল্পনামাফিক কিছু করিনি৷’’ হামলায় গুরুতর চোট পেয়েছেন ওই আধিকারিক৷ বর্তমানে এক হাসপাতালে ভরতি রয়েছেন অনিতা নামে ওই আধিকারিক৷ শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি৷ এই ঘটনায় মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩৩২, ৩০৭, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪২৭ এবং ৫০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ তবে মারধরের ঘটনায় এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement