Advertisement
Advertisement

থানার মধ্যেই মহিলার সামনে হস্তমৈথুন, ভিডিও ভাইরাল হতেই ‘শাস্তি’র মুখে পুলিশ অফিসার

ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ দায়ের হয়েছে।

A police officer of UP gets suspended after his video goes viral
Published by: Bishakha Pal
  • Posted:July 1, 2020 11:50 am
  • Updated:July 1, 2020 12:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলার সামনে হস্তমৈথুনের অভিযোগ উঠল খোদ পুলিশ অফিসারের বিরুদ্ধে। মহিলার অভিযোগ, ওই একদিন অফিসার এমন অশালীন কাণ্ড ঘটিয়েছিলেন তা নয়। গত কয়েকদিন ধরেই ক্রমাগত তাঁর সঙ্গে এমন অশালীন আচরণ করছিলেন ওই অফিসার। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। আর তারপরই সাসপেন্ড করা হয়েছে ওই পুলিশ অফিসারকে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ার ভাটনি থানায়। সেখানকার স্টেশন হাউজ অফিসার (SHO) ভীষ্ম পাল সিংয়ের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এক মহিলা থানায় জমি সংক্রান্ত বিবাদ নিয়ে অভিযোগ জানাতে এসেছিলেন। তাঁকে কোনও না কোনও বাহানায় প্রায়দিনই থানায় ডাকা হত। আর প্রতিবারই ওই মহিলার সামনে বারবার হস্তমৈথুন করতেন ওই অফিসার। ওই মহিলার সঙ্গে থাকতেন তাঁর মেয়েও।

Advertisement

[ আরও পড়ুন: সাঁড়াশি আক্রমণের ছক! এবার উত্তর লাদাখে বাড়তি ফৌজ মোতায়েন করছে পাকিস্তানও ]

দিনের পর দিন এমন ঘটনা চলতে থাকায় তিনি ভিডিও বানানোর সিদ্ধান্ত নেন। একদিন ওই মহিলার সামনে যখন হস্তমৈথুন করছিলেন অফিসার, মহিলার মেয়ে গোপন ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও বানান। তারপর সেটি ছেড়ে দেন ইন্টারনেটে। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এরপর এলাকাজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়রাও এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানার সামনে বিক্ষোভ করেন। মহিলার আরও অভিযোগ, তাঁর অভিযোগ শোনার অছিলায় ওই অফিসার তাঁকে ব্যক্তিগত চেম্বারে নিয়ে যেতেন। সেখানে মহিলার গোপন অঙ্গে স্পর্শ করতেন বলেও অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

সূত্রের খবর, ওই SHO এই প্রথম এমন কাণ্ড ঘটিয়েছে, এমন নয়। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানান, “আমি তার দুর্ব্যবহারকে প্রথম ২-৩ বার উপেক্ষা করেছি। কিন্তু তখন এক মহিলা আত্মীয় আমায় বলেন যে ওই অফিসারের হাতেও তিনি একইরকম ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তারপরই আমরা ভিডিও বানানোর সিদ্ধান্ত নিই।” দেওরিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, ওই অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু চলছে। যত দ্রত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

[ আরও পড়ুন: লাদাখে নতুন ‘সীমানা’ তৈরির দাবি চিনের! দু’দেশের সেনাকর্তাদের তৃতীয় বৈঠকও ‘নিষ্ফলা’ ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement