Advertisement
Advertisement

Breaking News

Misbehaving with Air Hostess

মাঝ আকাশে বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ, তারপর যা হল…

ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান সেবিকা অভিযোগ জানান যাত্রীর বিরুদ্ধে।

A Passenger from Lucknow arrested for misbehaving with air hostess on flight | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:July 24, 2022 3:42 pm
  • Updated:July 24, 2022 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমান সেবিকার সঙ্গে দুর্ব্যবহার তথা অশালীন আচরণের অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার করা হল এক বিমানযাত্রীকে। ইন্ডিগো এয়ারলাইন্সের (Indigo Airlines) একটি বিমানে সফর করছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা এক ব্যক্তি। তিনি উড়ানের মধ্যেই এক বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। অপমানিত বিমান সেবিকা অভিযোগ জানান পাইলটের কাছে। বিমানে মাটিতে ছুঁতেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিমান সংস্থার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যাত্রীকে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গত শুক্রবারের। ইন্ডিগোর ৬ই৬০৭৫ উড়ানে ঘটনাটি ঘটে। বিমানটি শ্রীনগর (Srinagar)  থেকে অমৃতসর (Amritsar) হয়ে লখনউয়ে (Lucknow) যাতায়াত করে থাকে। জানা গিয়েছে, এদিন শ্রীনগর থেকে যাত্রা শুরু করার পরেই ওই যাত্রী এক বিমানসেবিকার সঙ্গে বচসা শুরু করেন, তুমুল অশান্তি হয়। এমনকী বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ করেন বলেও অভিযোগ। গোটা ঘটনার কথা বিমানের পাইলটকে জানান বিমান সেবিকা। তিনি তা জানার পরে যোগযোগ করেন অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। বিমান মাটি ছোঁয়ার আগেই নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় রানওয়েতে। বিমান নামার পর উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ভারতের বিচারব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, প্রধান বিচারপতির উদ্বেগ নিয়ে মন্তব্য রিজিজুর]

তবে অন্য একটি সংবাদমাধ্যমের দাবি, অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ দানিশ (Mohammed Danish)। তিনি লখনউয়ের নয়, বরং কানপুরের (Kanpur) বাসিন্দা। বিমানটি লখনউ থেকে ওড়ার পরে দানিশ দুর্ব্যবহার করেন বিমান সেবিকার সঙ্গে। অমৃতসর বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

[আরও পড়ুন: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি সফল করতে উদ্যোগ, জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম শিথিল করল কেন্দ্র]

প্রসঙ্গত, বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ আগেও উঠেছে। গত এপ্রিল মাসে ইন্ডিগোর একটি বিমানেই সেই ঘটনা ঘটেছিল। ওই উড়ানে তিন মদ্যপ যাত্রী ছিলেন। তাঁরা বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ ওঠে। বিমান সেবিকার অভিযোগের ভিত্তিতে তিন বিমানযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। ফের বিমান সেবিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল। তাও আবার ঘটনাটি একই বিমান সংস্থার উড়ানে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement