Advertisement
Advertisement

সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে মৃত্যু সদ্যোজাতর!

হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে সদ্যোজাতর পরিবার৷

A new born allegedly died due to rodent bites

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 12:33 pm
  • Updated:October 17, 2016 12:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুর এক সরকারি হাসপাতালে সদ্যোজাতর মৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য ৷ পরিবারের অভিযোগ, ইঁদুরের কামড়েই মৃত্যু হয়েছে ওই শিশুর৷

পুলিশ সূত্রে খবর, গুলাম হাসিন নামের এক যুবক তাঁর গর্ভবতী স্ত্রীকে ওই সরকারি হাসপাতালে ভর্তি করেন৷ বৃহস্পতিবার তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন৷ বিকেলে গুলাম হাসিন গিয়ে দেখেন, প্রসূতি বিভাগে তাঁর মৃত সন্তান পড়ে রয়েছে৷ তিনি দাবি করেন, মৃত সদ্যোজাতর শরীরে একাধিক ক্ষত ছিল৷ তিনি নিশ্চিত ইঁদুরের কামড়েই মৃত্যু হয়েছে তাঁর সন্তানের৷ এরপরই গুলাম হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন৷

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও তাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই শিশুর৷ তবে সদ্যোজাতর শরীরের ক্ষত যে ইঁদুরের কামড়েই তাও স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ৷ কিন্তু তা শিশুটির মৃত্যুর পর হয়েছে বলেই দাবি হাসপাতালের৷

জম্মুর স্বাস্থ্য দফতরের ডিরেক্টর গুরুজিৎ সিং জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ তদন্তে স্বাস্থ্য বিভাগের কোনও কর্মীর গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস তাঁর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement