Advertisement
Advertisement
Madhya Pradesh

নতুন বছরেও অটুট ভারতের সম্প্রীতি, হিন্দু শিশুকে রক্ত দিয়ে বাঁচালেন মুসলিম যুবক

রক্ত পাওয়ার পরে সুস্থ হয়ে ওঠে শিশুটি।

A Muslim man donates blood to save life of Hindu baby in Madhya Pradesh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 1, 2023 7:38 pm
  • Updated:January 1, 2023 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত একটা বছরে দেশে একাধিক অশান্তি হয়েছে জাত-ধর্মের নামে। সেই পরিস্থিতি কি কিছুটা হলেও বদলাবে ২০২৩ সালে। এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে বছরের প্রথম দিনে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে এল জাত-ধর্মের ঊর্ধ্বে ভালবাসার সংবাদ। রক্তাল্পতায় ভুগছিল ২ মাসের একটি শিশু। যে জন্মসূত্রে হিন্দু। তাকে রক্ত দিয়ে বাঁচালেন এক মুসলিম যুবক। শিশুর পরিবার বলছেন, তাঁদের কাছে ওই যুবক দেবদূতের সমান।

সম্প্রীতির এই ছবি ধরা পড়েছে মধ্যপ্রদেশের ছাতারপুরে। দু’মাস বয়সি শিশুটিকে রক্ত দিয়েছেন ৩৬ বছরের রাফাত খান। পরিবার সূত্রে জানা গিয়েছে রক্তাল্পতায় ভুগছিল শিশুটি। এ পিজিটিভ রক্তের দরকার ছিল তার। দ্রুত রক্ত দিতে হবে, জানিয়ে দিয়েছিলেন চিকিৎসক। এদিকে কিছুতেই দাতার খোঁজ মিলছিল না। এমনকী এক দালালের মাধ্যমে রক্তদাতার খোঁজ করেও হতাশ হন পরিবার। টাকা নিয়েও ওই দালাল প্রতারণা করেন বলে অভিযোগ উঠেছে। এরপরই শিশুর বাবা জিতেন্দ্রর হয়ে বিকাশ গুপ্তা যোগাযোগ করেন রাফাত খানের সঙ্গে।

Advertisement

[আরও পড়ুন: বর্ষবরণের পার্টিতে মহিলাদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা, যোগীরাজ্যে বিশৃঙ্খলায় গ্রেপ্তার ২]

জানা গিয়েছে, শনিবার সেই সময় নমাজ পাঠের জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন রাফাত। কিন্তু জিতেন্দ্রর কাতর ডাক পেয়ে দেরি করেননি তিনি। বাইকে করে দ্রুত হাজির হন জেলা হাসপাতালে। এবং রক্তদান করেন। এর ফলেই বেঁচে যায় শিশুটি। রাফাত বলেন, “ফোন পেয়ে এক মুহূর্তও সময় নষ্ট করিনি আমি। নিজের বাইক নিয়ে সোজা চলে যাই হাসপাতালে।” জিতেন্দ্র বলেন, “রাফাত রক্ত দেওয়ার পর আমার ছেলে সুস্থ হতে শুরু করে। উনি দেবদূতের মতো হাজির হয়েছিলেন। হাসিমুখে রক্তদান করেন।” 

[আরও পড়ুন: মহারাষ্ট্রে জিন্দলদের কারখানায় ভয়াবহ আগুন, মহিলা শ্রমিকের দেহ উদ্ধার, জখম কমপক্ষে ১৪]

জেলা হাসপাতালের চিকিৎসকরাও জানিয়েছেন, শিশুটির অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এদিকে জানা গিয়েছে, রাফাত খান এই প্রথমবার রক্ত দিচ্ছেন এমন নয়। গত এক বছরে ১৩ বার রক্তদান করেছেন মধ্যপ্রদেশের ছাতারপুরের বাসিন্দ এই যুবক। যার মানবিকতায় প্রাণে বাঁচল এক দুধের শিশু।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement