সোম রায়: ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান৷ বুধবার সকালে জম্মু-কাশ্মীরের বদগামে এই দুর্ঘটনাটি ঘটে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরে বায়ুসেনার এই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত বিমানচালক এবং সহ-বিমানচালকের মৃত্যু হয়েছে৷
১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গি৷ বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী জঙ্গির হামলায় শহিদ হন সিআরপিএফ জওয়ানরা৷ এই ঘটনার ঠিক ১২দিন পর পাকিস্তানকে পালটা জবাব দেয় ভারত৷ ১২টি যুদ্ধবিমান নিয়ে আকাশপথে পাকিস্তানে ঢুকে পড়ে মিরাজ ২০০০৷ প্রত্যাঘাত থেকেও শিক্ষা না নিয়ে মঙ্গলবার গভীর রাত থেকেই ভারতের উপর আক্রমণ জারি রেখেছে পাক সেনা৷ রাজৌরি, উরি-সহ মোট ১২-১৫টি জায়গায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হামলা করে পাকিস্তান৷ পালটা জবাবে পাকিস্তানের পাঁচটি পাক সেনা ছাউনি গুঁড়িয়ে দেয় ভারত৷ এরপর আবারও আকাশসীমা লঙ্ঘন করে গুলি এবং বোমাবর্ষণ করে পাকিস্তান৷ এরই মাঝে বুধবার সকালে আবারও উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ বদগামের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার একটি যুদ্ধবিমান৷ তাতে দু’জনের মৃত্যু হয়েছে বলেই খবর৷ সূত্রের খবর, নিহতদের মধ্যে একজন বিমান চালক এবং অপর ব্যক্তি সহ চালক৷ একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ যদিও এ বিষয়ে এখনও বায়ুসেনার তরফে কিছু নিশ্চিত করে জানানো হয়নি৷
দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরা৷ আগুন নিভিয়ে ভেঙে পড়া যুদ্ধবিমানের নমুনা সংগ্রহ করার কাজ চলছে৷
#SpotVisuals: Police on military aircraft crash in Jammu & Kashmir’s Budgam, say, “Two bodies have been found at the crash site.” pic.twitter.com/Tg2uFeJjdW
— ANI (@ANI) February 27, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.