Advertisement
Advertisement
A married woman from Rajasthan travelled to Pakistan to meet her lover

সোশ্যাল মিডিয়ায় মন বিনিময়, প্রেমের টানে স্বামী-সন্তান ছেড়ে পাকিস্তানে ভারতের অঞ্জু

জয়পুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরন ওই ভারতীয় বধূ।

A married woman from Rajasthan travelled to Pakistan to meet her lover । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2023 11:14 am
  • Updated:July 24, 2023 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে যদি মজে মন…। প্রেমের কাছে সমস্ত বাধাই যে তুচ্ছ, তা আর নতুন করে বলার কিছুই নেই। প্রেমের টানে সাড়া দিতে তাই স্বামী, সন্তান ছেড়ে ভিনদেশে পাড়ি দেওয়াও যেন তেমন কোনও বড় বিষয় নয়। দিনকয়েক আগে সীমা ও শচীনের প্রেমকাহিনি নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অঞ্জু। সীমা ও অঞ্জুর মধ্যে তফাৎ একটাই। সীমা পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন। আর অঞ্জুর প্রেমিকের আকর্ষণে পাড়ি দিয়েছেন পাকিস্তানে।

রাজস্থানের ভিওয়াড়ি জেলার বাসিন্দা অঞ্জু। দুই সন্তানের মা তিনি। একটি বেসরকারি সংস্থার কর্মী। ভাড়াবাড়িতে স্বামী, সন্তান ও এক ভাইকে নিয়ে বাস তাঁর। দিনকয়েক আগে স্বামীকে জানান তিনি জয়পুরে যাবে। বাড়ি থেকে বেরিয়েও পড়েন। প্রেমের টানে পাড়ি দেন পাকিস্তানের উদ্দেশে। কারণ, সেখানেই রয়েছেন তাঁর প্রেমিক নাসরুল্লা। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে প্রথম আলাপ। এরপর কবে যে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়, তা বোধহয় নিজেও বুঝতে পারেননি ওই বধূ।

Advertisement

[আরও পড়ুন: মদ্যপ বাবার মারধরের জের, কন্যার পর এবার প্রাণ গেল পুত্রসন্তানেরও]

এদিকে, সংবাদমাধ্যমের সাহায্যে অঞ্জুর স্বামী অরবিন্দ জানতে পারেন জয়পুর নয়, তাঁর স্ত্রী বছর সাতাশের যুবকের প্রেমের টানে পৌঁছে গিয়েছেন পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। সেখানেই তাঁকে আটক করে পুলিশ। অঞ্জুর স্বামী জানান, ২০২০ সালে পাসপোর্ট করান অঞ্জু। কর্মসূত্রে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তবে জয়পুর যাওয়ার কথা জানিয়ে স্ত্রী প্রেমের টানে সাড়া দিয়ে পাকিস্তানে চলে গিয়েছে, তা জানতে পেরে কার্যত তাজ্জব হয়ে যান অঞ্জুর স্বামী। লাহোরে পৌঁছে অঞ্জু তাঁকে ফোন করেন। স্ত্রী ফের সংসারে ফিরে আসবেন বলেই আশা তাঁর। আপাতত পুলিশের নিরাপত্তার ঘেরাটোপেই রয়েছেন অঞ্জু। তাঁর পরিচয় সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: শহরে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত, স্বাগত জানাতে মাঝরাতেই বিমানবন্দরে লাল হলুদ জনতার ঢল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement