ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাসের পাশে দাঁড়িয়ে স্যানিটাইজার ব্যবহার করতে গিয়ে দগ্ধ হলেন দিল্লির বাসিন্দা এক ব্যক্তি। বর্তমানে হাসপাতালে ভরতি তিনি। সূত্রের খবর, তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। আপাতত অবস্থা স্থিতিশীল।
ঠিক কী হয়েছিল? করোনা (Corona Virus) আবহে সতর্ক সবাই। নিজেকে সুস্থ রাখতে মাস্ক ব্যবহার করছেন কমবেশি সকলেই। সেই সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর ব্যবহার করছেন হ্যান্ড স্যানিটাইজারও। সেখানেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, বছর ৪৪-এর ওই ব্যক্তি এদিন রান্নাঘরে দাঁড়িয়ে জামা কাপড়ে স্যানিটাইজার ছিটিয়ে দিচ্ছিলেন। পাশেই রান্না হচ্ছিল। স্যানিটাইজার ছেটাতেই আচমকা আগুন লেগে যায় রান্নাঘরে। আগুনে ঝলসে যান ওই ব্যক্তি। আর্তনাদ শুনে কোনওক্রমে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানেই চিকিতসা চলছে তাঁর।
স্যানিটাইজারে অধিক মাত্রায় অ্যালকোহল ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই কারণেই গ্যাসের পাশে দাঁড়িয়ে স্যানিটাইজার ব্যবহার করায় এই অগ্নিকাণ্ড। এই ঘটনার পর সকলকে স্যানিটাইজার ব্যবহারের সময় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
A 44-yr-old man from Rewari was admitted y’day with 35% burn injuries.He got injured after fire broke out when he spilled hand sanitiser on his clothes that caught fire due to close proximity with cooking gas.He’s stable:Dept of Plastic&Cosmetic Surgery,Sir Ganga Ram Hosp, Delhi
— ANI (@ANI) March 30, 2020
High ethyl alcohol content-up to 62%-in hand sanitizers makes it highly flammable. Don’t use sanitizers near fire/heating place. It should be used in sufficient quantity&allowed to dry: Dr. Mahesh Mangal, Chairman, Dept of Plastic & Cosmetic Surgery, Sir Ganga Ram Hospital, Delhi https://t.co/1FJgdD5hKj
— ANI (@ANI) March 30, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.