প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল চোর সন্দেহে ট্রেনের কামরায় যুবককে পিটিয়ে খুন! নাগপুর স্টেশনের কাছে হায়দরাবাদ-দিল্লি দক্ষিণ এক্সপ্রেসের জেনারেল কামরায় এই ভয়ংকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় দূরপাল্লার ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শশাঙ্করামসিংহ রাজ। তিনি যে সাধারণ কামরায় সফর করছিলেন, সেই কামরার বেশ কয়েকজন যাত্রীর ফোন চুরি যায়। খবর ছড়িয়ে পড়তেই বাকি যাত্রীরাও সতর্ক হয়ে যান। এরপরই যাত্রীদের সন্দেহ হয়, শশাঙ্ক মোবাইলগুলি চুরি করেছেন। তাঁকে জিজ্ঞাসা করতেই অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ দৃঢ় হয়। অভিযোগ, এরপরই বেশ কয়েকজন যাত্রী মারধর শুরু করেন। গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শশাঙ্কের।
খবর যায় পুলিশে। ঘটনার তদন্ত শুরু করে জিআরপি। ১০-১২টি মোবাইল মৃতের থেকে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে যুবককে পিটিয়ে মারার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নাগপুরে এটাই প্রথম নয়, গত বছর অক্টোবর মাসে এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে শুয়ে থাকা ২ জনকে খুন করে। এদিকে ট্রেনে একাধিক খুনে যুক্ত সিরিয়াল কিলার রাহুল জাঠকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক মাসের ব্যবধানে একের পর এক খুনের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.