প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে চাকরির আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। জুহু এলাকার ঘটনা। থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তরুণীর অভিযোগ একবার নয় একাধিক বার ধর্ষণের শিকার হয়েছেন তিনি। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণী উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা। অভিযোগ, মুম্বইয়ের অভিজাত এলাকায় একটি জিম খুলবেন বলে পরিকল্পনা করেছিলেন যুবক। সেখানেই নির্যাতিতাকে উচ্চবেতনের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে মুম্বইতে ডেকে পাঠান যুবক। তার পর তাঁকে ধর্ষণ করা হয়।
একবার নয় একাধিকবার তাঁকে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন তরুণী। পুলিশ সূত্রে খবর মুম্বইয়ের পর এক বার গোয়ায় এবং এক বার লখনউতে যুবক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগপত্রে জানিয়েছেন তরুণী।
যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত পলাতক। খোঁজ শুরু করেছে পুলিশ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ধর্ষণের অভিযোগ সামনে আসছে। তা নিয়ে মহিলাদের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর জি কর কাণ্ডের পর দেশে ধর্ষণে অভিযুক্তদের ফাঁসির শাস্তির দাবি উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই আবহে আরও একটি ধর্ষণের ঘটনা সামনে এল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.