সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলেন রাম জেঠমালানি ভারতের ইতিহাসের সর্বকালের সেরা আইনজীবী। যদিও, আইনজীবী হিসেবে তাঁর সুদীর্ঘ কেরিয়ারে সাফল্য এবং ব্যর্থতা দুইয়েরই নজির আছে। তবে, তিনি পরিচিত আইনজীবী হিসেবে একাধিক বিতর্কিত মামলা লড়ার জন্য। আফজল গুরু থেকে শুরু করে আসারাম বাপুদের হয়ে যেমন মামলা লড়েছেন। তেমনই লড়েছেন অমিত শাহ-লালুপ্রসাদ যাদবের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের দুর্নীতির মামলাও। অনেক মামলায় ব্যর্থতা এসেছে। তবুও যে সমস্ত মামলা তিনি হাতে নিয়েছেন তা নিঃসন্দেহে সাহসিকতার পরিচয়।
একনজরে দেখে নেওয়া যাক, জেঠমালানির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলি…
স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া আইনজীবী মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখছেন, “রাম জেঠমালানিজির সঙ্গে বহুক্ষেত্রে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করি। তিনি হয়তো আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর কাজ আমাদের মধ্যে থেকে যাবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতারাও। কংগ্রেস নেতা তথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল বলছেন, “ফৌজদারি মামলায় ওঁর থেকে বেশি জ্ঞান কারও ছিল না। তিনি যে মামলাটি নিতেন অবিচলভাবে সেই মামলাটি লড়ে যেতেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.