ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন যৌন হেনস্তা করছেন স্কুলের প্রিন্সিপাল। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) চিঠি লিখে একথা জানান দুই ছাত্রী। এর পরেই ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ওই শিক্ষককে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত ওই স্কুলের অন্য পড়ুয়া এবং তাদের অভিভাবকরা।
পুলিশ সূত্রে জান গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি স্কুলের। অভিযুক্ত প্রিন্সিপালের নাম ড. রাজীব পান্ডে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১২ থেকে ১৫ বছর বয়সি ছাত্রীদের নিজের ঘরে ডেকে শ্লীলতাহানি করতেন। এই ঘটনার দিনের পর দিন চলছিল। প্রথম ভীত হলেও পরে ছাত্রীরা মা-বাবাকে ঘটনার কথা জানায়।
স্কুলে গিয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ জানান অভিভাবকরা। সেই সময় পালটা অভিভাবকদের উপর চড়াও হন রাজীব। উত্তেজিত জনতা মারধর করে প্রিন্সিপালকে। যার পর অভিভাবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অভিযুক্ত প্রিন্সিপাল। ছাত্রীদের বাবা-মায়েরা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রেখে তাঁদের হেনস্থা করা হয়। যাবতীয় ঘটনা জানিয়ে যোগীকে রক্ত দিয়ে চিঠি লেখে দুই ছাত্রী। সেখানে এও জানানো হয় যে প্রিন্সিপাল আরএসএস-এর সদস্য বলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও শেষ পর্যন্ত সক্রিয় হয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রিন্সিপালকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.