Advertisement
Advertisement
জিভিএল নরসিমা রাও

বিজেপি মুখপাত্রকে লক্ষ্য করে জুতো, সুর কাটল সাংবাদিক বৈঠকের

সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে অসন্তোষের জেরে এই ঘটনা, কবুল অভিযুক্তের৷

A Kanpur doctor hurled a shoe at GVL Narasimha Rao
Published by: Sayani Sen
  • Posted:April 18, 2019 3:41 pm
  • Updated:April 18, 2019 3:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক সম্মেলন করছিলেন বিজেপির বিদায়ী সাংসদ জিভিএল নরসিমা রাও ৷ চতুর্দিক নিস্তব্ধ৷ আচমকাই দূর থেকে উড়ে এল একটি জুতো৷ বিজেপি নেতার গায়েও লাগল জুতোর আঘাত৷ দিল্লিতে বিজেপির সদর দপ্তরের এই ঘটনার ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷

[ আরও পড়ুন: মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করল বিজেপি]

কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে ভোপাল থেকে বিজেপির হয়ে কে ভোটে লড়বেন, তা নিয়েই তৈরি হয়েছিল জটিলতা৷ শোনা যাচ্ছিলসম্ভাব্য বেশ কয়েকজনের নামও৷ কিন্তু আচমকাই আনুষ্ঠানিকভাবে বুধবার গেরুয়া শিবিরে নাম লেখান সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷ আর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই দলের তরফে ‘উপহার’ও পেয়ে যান মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত৷ বিজেপির তরফে জানানো হয়, কংগ্রেসের শক্ত ঘাঁটি ভোপাল থেকেই ভোটে লড়বেন সাধ্বী৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তকে ভোটে দাঁড় করানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ান রাজনীতিকরা৷ তা নিয়ে দলের অন্দরেও মতবিরোধের শেষ নেই৷

Advertisement

[ আরও পড়ুন: প্রত্যাশার তুলনায় কমতে পারে বিজেপির আসন! দাবি দুই সমীক্ষক সংস্থার]

কিন্তু দল নিজের সিদ্ধান্তে অবিচল৷ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে কেন প্রার্থী করা হল, সে বিষয়ে সাফাই দিতেই বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক ডাকা হয়৷ তাতেই বক্তব্য রাখছিলেন দলের অন্যতম মুখপাত্র জিভিএল নরসিমা রাও৷ সেই সময় দূর থেকে একটি জুতো ছোঁড়া হয়৷ কুকর্মটি করেন কানপুরের বাসিন্দা শক্তি ভার্গব নামে এক ব্যক্তি৷ তিনি চিকিৎসক হিসাবে পরিচিত৷ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে নিয়ে বিজেপির সাফাই একেবারেই সহ্য করতে পারেননি৷ নেতার কথা মনমতো না হওয়ায় মেজাজ হারিয়ে এই কাজ করেন শক্তি৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে পাকড়াও করে বাইরে নিয়ে যান৷ ভার্গবের কাণ্ডে সাংবাদিক বৈঠকের সুর কাটায় অস্বস্তিতে গেরুয়া শিবির

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement