Advertisement
Advertisement
Jharkhand

ভুল করে ট্রিগারে আঙুল, রাইফেল সাফ করতে গিয়ে ঝাড়খণ্ডে মৃত্যু পুলিশকর্মীর

দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি পুলিশকর্মীকে।

A Jharkhand Police man Killed As Rifle Goes Off Accidentally While Cleaning

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:July 31, 2024 7:39 pm
  • Updated:July 31, 2024 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে বেঘোরে মৃত্যু। নিশ্চিন্ত মনে নিজের সার্ভিস রাইফেলটি সাফ করছিলেন ঝাড়খণ্ডের (Jharkhand) এক পুলিশকর্মী। কিন্তু আচমকা ট্রিগারে হাত পড়ে গিয়েছিল। তাতেই ছুটে যায় গুলি। গলায় লাগে সেই বুলেট। তাতেই মৃত্যু হল পুলিশকর্মীর। বুধবার এই ঘটনা ঘটে ঝাড়খণ্ডের লাতেহার জেলায়।

ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীর নাম প্রমোদ সিং (৩৫)। ছিপাদোহার থানার কারামিধ এলাকায় কর্মরত ছিলেন তিনি। বুধবার সকালে অবসরে নিজের সার্ভিস রাইফেলটি সাফ করছিলেন। তখনই ভুল করে ট্রিগারে চাপ পড়ায় বিপত্তি হয়। ১১টা নাগাদ গুলির শব্দ পান সহকর্মীরা। তাঁরা ছুটে এসে দেখেন গলায় গুলি লেগেছে প্রমোদের। দ্রুত তাঁকে ছিপাদোহার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।

Advertisement

 

[আরও পড়ুন: ‘সংসদে একবারও ভুমিধসের কথা বলেননি কেন?’, ওয়ানড় কাণ্ডে রাহুলকে নিশানা বিজেপির]

পুলিশকর্তা অঞ্জনি অঞ্জান জানান, পালামৌ জেলার সতবরওয়া থানায় বাড়ি প্রমোদ সিংয়ের। পুলিশকর্মীর মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

[আরও পড়ুন: তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement