Advertisement
Advertisement

বেজায় কাঁদছে, বিরক্তিতে তিন দিনের শিশুর পা ভাঙল হাসপাতাল কর্মী

ছিঃ!

A hospital worker broke a crying 3-day-old baby's leg
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 2:45 pm
  • Updated:February 6, 2017 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দিনের শিশুর পা ভেঙে দিল হাসপাতাল কর্মী। উত্তরাখণ্ডের রুরকির এক হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আইসিইউতে শিশুটি কাঁদছিল। সেই সময় সেখানে প্রবেশ করে ওই হাসপাতাল কর্মী। আচমকাই শিশুটির পা মটকে দেয় সে। অমন ছোট্ট শিশুর পায়ে নৃশংসভাবে আঘাত করায় শিশুটির পা ভেঙে যায়। আইসিইউ’র সিসিটিভি ফুটেজে এই ঘটনাটি সামনে আসে। জানা গিয়েছে, গত মাসের ২৮ তারিখ ওই হাসপাতাল কর্মী এই অমানবিক আচরণ করে।

Advertisement

(তেঁতুল জলে টয়লেট ক্লিনার মেশাত এই ফুচকা বিক্রেতা!)

ওই কর্মী কেন এমন কাজ করল তা নিয়ে যদিও তৈরি হয়েছে ধোঁয়াশা। সঠিকভাবে কেউই বলতে পারছেন না, দুধের শিশুর উপর আচমকা আক্রমণ করার কারণ কী!

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement