Advertisement
Advertisement

বিনা ভাড়ায় যাত্রীকে মসজিদে পৌঁছে দিলেন হিন্দু অটোচালক

মনুষত্বের শিক্ষাই যে মানুষকে মহানুভব করে তোলে, নিতান্ত এক অটোচালক হয়েও সে কথা যেন দেশবাসীকে শিখিয়ে দিলেন শুক্লাজিই৷

A Hindu Auto Driver helped a Muslim man to attend friday prayer in Mumbai, Story Goes Viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 4:21 pm
  • Updated:August 29, 2016 4:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসজিদে যাবেন বলে বেরিয়েছিলেন রামিজ শেখ৷  অফিস থেকে বেরিয়ে অটো দেখেই উঠে পড়েছিলেন৷ মাঝপথে হঠাৎ খেয়াল হয়, পকেটে নেই ওয়ালেট৷ ভুল করে তা অফিসে ফেলেই চলে এসেছেন তিনি৷ অটোচালক হিন্দু৷ গনেশ চতুর্থীর স্টিকার অটো জুড়ে৷ অটোচালক যে গণেশ ভক্ত তা বুঝতে কোনও অসুবিধা হয় না৷ কপালেও লম্বা লাল টিকা৷ সেখানে নিজের অসুবিধার কথা বলতে একটু সংকোচই করছিলেন তিনি৷ কিন্তু বলামাত্র সাক্ষী পেলেন এক অন্য মানুষের৷ যিনি তাঁকে বুঝিয়ে দিলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই৷

ধর্ম কী, কোন ধর্মের কী নিয়ম, এ নিয়ে হাজারো আলোচনা ও সমালোচনা৷ তবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই যে সবথেকে বড় ধর্ম, এ সত্যিও জানে মানুষ৷ আর তথাকথিত ধর্মগুরু না হয়েও যে সে বার্তা তুলে ধরা যায়, তাই-ই দেখালেন ওই অটোচালক৷ যাত্রীর অসুবিধার কথা শোনামাত্রই তিনি জানান, ভগবানের নাম নিতে যাচ্ছেন যিনি, তাঁকে অবশ্যই সাহায্য করবেন তিনি৷ এখানেই শেষ নয়৷ মসজিদে যাত্রীকে নামিয়ে দেওয়ার পর, তাঁর হাতে কিছু টাকাও তুলে দেন ওই অটোচালক৷ যাতে যাত্রীটির ফিরতে কোনও অসুবিধা না হয়৷

Advertisement

শুক্লাজি নামে এলাকায় পরিচিত ওই অটোচালক৷ তাঁর কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন রামিজ৷ আর তারপরই শেয়ারে শেয়ারে তা ভাইরাল হয়ে ওঠে৷ যে দেশে ধর্ম নিয়ে এত হানাহানি, বিভাজন সেখানে এই শুক্লাজিরাই ব্যতিক্রম৷ মনুষত্বের শিক্ষাই যে মানুষকে মহানুভব করে তোলে, নিতান্ত এক অটোচালক হয়েও সে কথা যেন দেশবাসীকে শিখিয়ে দিলেন শুক্লাজিই৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement