Advertisement
Advertisement
Pune

পুণেতে নির্মীয়মাণ শপিং মলের একাংশ ভেঙে মৃত ৫ শ্রমিক, টুইটে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

গুরুতর জখম আরও ২ জন।

A heavy steel structure collapsed in pune, 5 labour died | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 4, 2022 8:53 am
  • Updated:February 4, 2022 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা ভেঙে পড়ল নির্মীয়মাণ শপিং মলের একাংশ। মৃত্যু হল ৫ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পুণের ইয়ারবদা শাস্ত্রীনগরে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

 

Advertisement

[আরও পড়ুন: আঁধারে ঢাকল ইন্ডিয়া গেটের নেতাজির হলোগ্রাম মূর্তি! প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল সাংসদদের]

জানা গিয়েছে, পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। বিহারের শ্রমিকেরা সেখানে থেকে কাজ করছিলেন। বৃহস্পতিবার রাতে ১০ জন শ্রমিক ওই নির্মীয়মাণ মলটিতে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ আচমকা মলটির বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় থাকা লোহার খাঁচাটি ভেঙে পড়ে। বিকট শব্দ হয়। তড়িঘড়ি ছুটে যান আশেপাশের মানুষ। দেখা যায়, লোহার খাঁচার নিচে চাপা পড়েছেন শ্রমিকেরা।

 

তড়িঘড়ি খবর দেওয়া হয় থানা ও দমকলে। শুরু হয় উদ্ধার কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় ১০ জনকে। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ৫ জনকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি ২ জন। এই ঘটনার খবর পাওয়ামাত্রই টুইটে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদি।

[আরও পড়ুন: দাঙ্গা হয়নি একবারও, বিনিয়োগে দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ, ভোটের ৭ দিন আগে রিপোর্ট কার্ড যোগীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement