আনলক – ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। মৃত্যু হয়েছে ৯১ হাজার ১৪৯ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৩৭ হাজার ৮৬৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৬০৬ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১০.৫৫: বাঙুর হাসপাতাল থেকে শিক্ষা নিয়ে এবার শালবনি করোনা হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটানোর পরিকল্পনা জেলা স্বাস্থ্য দপ্তরের। বাঙুর থেকে ডাক্তার ও নার্সদের ১১ জনের একটি টিম আনা হচ্ছে শালবনির কোভিড হাসপাতালে। জানিয়েছেন জেলার CMOH নিমাইচন্দ্র মণ্ডল।
রাত ১০.৪৫: ঝাড়খণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত ১৩৪৯। একইদিনে সুস্থ হয়ে ফিরেছেন ১৩৮৬।
Jharkhand reported 1,349 new COVID-19 cases, 1,386 recoveries and 4 deaths today, taking total cases to 76,438 including 62,945 recoveries and 652 deaths. Number of active cases stands at 12,841: State Health Department pic.twitter.com/ElzcdprycL
— ANI (@ANI) September 24, 2020
রাত ১০.৩০: রাজ্যসভায় গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন জানা যায়, মোট ৮৩ অফিসার পদমর্যাদার কর্মী কোভিড পজিটিভ। দ্রুত তাঁদের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু।
During a meeting today, Rajya Sabha Chairman M Venkaiah Naidu was informed that 83 officials of the secretariat have tested positive for COVID-19. He has directed the officers to render necessary medical assistance to them: Rajya Sabha Secretariat
— ANI (@ANI) September 24, 2020
রাত ১০.১২: অসমে ৪৫৬৮ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত। তার মধ্য়ে ৩৫৪৯ জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। পরিসংখ্যান দিলেন অসমের ডিজিপি জিপি সিং।
4,568 personnel of Assam Police have tested positive for COVID-19 till date. Of them, 4,367 have recovered. 3,549 personnel have rejoined duties. Twenty police personnel succumbed to the disease: Assam Additional DGP (Law & Order) GP Singh
— ANI (@ANI) September 24, 2020
রাত ৯.২০: কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্ত ৭৭১০জন, মৃত্যু হয়েছে ৬৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৬৭৪৮।
Karnataka reported 7,710 new #COVID19 cases, 6,748 discharges & 65 deaths today. The total number of cases in the state now stands at 5,48,557 including 95,549 active cases, 4,44,658 discharges & 8,331 deaths: State Health Dept
— ANI (@ANI) September 24, 2020
রাত ৮.৩৭: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ডায়মন্ড হারবার পুলিশ জেলার এক পুলিশ আধিকারিকের। মৃত ডিইবি ইল্সপেক্টর লোটন কুমার রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে করোনাযোদ্ধা হিসেবে লড়াই করা ডায়মন্ড হারবার পুলিশ জেলার আরও ১৫ জন পুলিশকর্মী ও আধিকারিক কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভরতি।
রাত ৮.২০: মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত প্রায় ১৯ হাজার মানুষ। মৃত ১৪ জন আক্রান্ত।
Maharashtra reports 19,164 new #COVID19 cases, 17,184 recovered cases & 459 deaths in the last 24 hours, taking total positive cases to 12,82,963 till date, including 2,74,993 active cases, 9,73,214 discharges & 34,345 deaths: State Health Department, Govt of Maharashtra pic.twitter.com/eXaBAP0z27
— ANI (@ANI) September 24, 2020
রাত ৮.১২: ডেঙ্গু আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
Delhi Deputy CM Manish Sisodia is suffering from Dengue & his blood platelets count is falling. He was admitted to Lok Nayak Jayaprakash Hospital in Delhi after he complained of fever & low oxygen levels. He has also tested positive for COVID-19: Office of Delhi Deputy CM pic.twitter.com/TzSfxIvTzC
— ANI (@ANI) September 24, 2020
রাত ৮.১০: পুজোর মরশুমে হাওড়া, শিয়ালদহ থেকে ১৩টি ট্রেন চালাতে চায় পূর্ব রেল।
রাত ৮টা: যাত্রীসংখ্যার চাপে পরিষেবার সময় বাড়াচ্ছে কলকাতা মেট্রো। রাত ৮টার বদলে শেষ ট্রেন ৮.৩০ পর্যন্ত। এছাড়া আরও ৬টি ট্রেন বাড়ানো হচ্ছে।
সন্ধ্যা ৭.৩০: আক্রান্ত হলেন বিখ্যাত ফুটবলার জ্লাটান ইব্রাহিমোভিচ।
সন্ধ্যা ৭.১০: কেরলে নতুন করে আক্রান্ত ৬,৩২৪ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।
Kerala reported 6,324 new #COVID19 cases, 3,168 recovered cases & 21 deaths today, taking the total number of active positive cases in the state till date to 45,919: Pinarayi Vijayan, Chief Minister, Kerala (file photo) pic.twitter.com/6iZuP7nfbT
— ANI (@ANI) September 24, 2020
সন্ধ্যা ৬.৫০: রাজস্থানে ফের আক্রান্ত ১৯৮১ আর মারা গেছেন ১৫ জন।
Rajasthan reported 1,981 new COVID-19 cases, 1,965 recoveries & 15 deaths today, taking total cases to 1,22,720 including 1,02,330 recoveries, 1,397 deaths & 18,993 active cases: State Health Department pic.twitter.com/TVVysozPRC
— ANI (@ANI) September 24, 2020
সন্ধ্যা ৬.৩০: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৬৬৮ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।
668 new #COVID19 cases, 418 discharges, and 6 deaths reported in Puducherry today, taking the total number of positive cases to 24,895 so far, including 5,097 active cases, 19,311 recovered cases & 487 deaths till date: State Health Department, Govt of Puducherry pic.twitter.com/TqAB4CHGMi
— ANI (@ANI) September 24, 2020
সন্ধ্যা ৬.১০: সুস্থ হলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
সন্ধ্যা ৬টা: মহারাষ্ট্রে ফের আক্রান্ত ১৬১ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে একজনের।
161 police personnel of Maharashtra Police tested positive for #COVID19 & 1 died in the last 24 hours, taking the total number of infections in the state force to 21,988 including 3,381 active cases, 18,372 recovered cases, and 235 deaths: Maharasthra Police pic.twitter.com/rfiWnmACU8
— ANI (@ANI) September 24, 2020
বিকেল ৫.৫০: পুনের করোনা হাসপাতাল থেকে যুবতী নিখোঁজের ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন পরিবারের সদস্যরা।
Maharashtra: Kin of a 33-year-old woman patient, who allegedly went missing from a COVID-19 jumbo hospital, protest in Pune. Her mother says,”My daughter has been missing since Aug 29. Hospital authorities say she was never admitted to the hospital. I’ve lodged police complaint.” pic.twitter.com/t0pRNoGLwD
— ANI (@ANI) September 24, 2020
বিকেল ৫.১৭: পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪.৪০: প্রয়াত হলেন কর্ণাটকের বিদর্ভ জেলার বাসবকল্যাণ বিধানসভার বিধায়ক নারায়ণ রাও। ১ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
Narayan Rao, MLA from Basavakalyan constituency in Bidar District passed away at 3.55 pm today. He was admitted to Manipal Hospital on 1st September. He was diagnosed with severe COVID-19 infection: Manipal Hospitals#Karnataka
— ANI (@ANI) September 24, 2020
দুপুর ৩.৩০: সংক্রমণ বৃদ্ধির জেরে পিছল ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের তারিখ। গোয়াতে নভেম্বরের ২০ থেকে ২৮ তারিখের বদলে ২০২১ সালের ১৬-২৪ জানুয়ারি ওই ফেস্টিভ্যাল হবে বলে ঘোষণা করা হয়েছে।
51st Edition of the International Film Festival of India, Goa postponed to 16th to 24th January, 2021. Earlier it was scheduled to be held from 20th November to 28th November, 2020. (1/2)
— ANI (@ANI) September 24, 2020
দুপুর ২.৩০: জি ফাইভের ছবি ‘নেলপলিশ’-এর শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত সহ-অভিনেতা মানভ কউল আর আনন্দ তিওয়ারি। এর ফলে হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন অভিনেতা অর্জুন রামপাল। এখনও তাঁর নমুনা পরীক্ষার ফল জানা যায়নি।
দুপুর ২.২০: ই সঞ্জীবনী প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে করোন আবহে ৩ লক্ষের বেশি মানুষকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
দুপুর ২.১৫: আমার পরিবার, আমার দায়িত্ব নামে মহারাষ্ট্রে চালু হল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষার কাজ।
‘My Family My Responsibility’ campaign entails door-to-door survey for tracing & treating COVID-19 patients, identifying people with co-morbidities, raising awareness & educating citizens on safety measures to break the chain of transmission: Chief Minister’s Office, Maharashtra pic.twitter.com/BVEj27hhQh
— ANI (@ANI) September 24, 2020
দুপুর ২টো: প্রয়াত হলেন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ও পদ্মশ্রী শেখর বসু।
দুপুর ১.১২: করোনা আক্রান্ত অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
দুপুর ১.০০: হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬১ জন।
Himachal Pradesh records 61 new #COVID19 cases, taking the total positive cases in the state to 13,110 so far, including 3,771 active cases, 9,172 recoveries & 141 deaths: State Health Department, Govt of Himachal Pradesh pic.twitter.com/CYyiF0ZwTD
— ANI (@ANI) September 24, 2020
বেলা ১২.৩০: সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির কম্পারমেন্টাল পাওয়া পরীক্ষার্থীদের রেজাল্ট ১০ অক্টোবর প্রকাশিত হবে।
Plea seeking extension of college admissions deadline: CBSE informs SC that results of compartmental exams for class 12 will be declared by Oct 10. UGC says that its admission process will close by Oct 31 which will give enough time for students to apply for University admissions pic.twitter.com/JUrtNYWJmu
— ANI (@ANI) September 24, 2020
বেলা ১২.১৯: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল হরিদেবপুর থানার এএসআইয়ের।
সকাল ১১.৫৮: ওড়িশায় আরও ১৬ জনের মৃত্যু।
সকাল ১১.৩০: আরও সেন্ট্রাল রেলওয়ের ৬৮ টি ট্রেন চালু হল।
সকাল ১১.১৫:
সকাল ১১.০৬: একদিনে পাকিস্তানে আক্রান্ত ৭৯৯ জন।
সকাল ১০.৫৯; ভারত বায়োটেকে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু।
সকাল ১০.২১: দেশে সুস্থতার হার ৮১.৫৫ শতাংশ। দাবি স্বাস্থ্য মন্ত্রকের।
সকাল ৯.৪০: ইজরায়েলে আরও কড়া হচ্ছে লকডাউনের নিয়মকানুন। সংক্রমণ বাড়তেই তড়িঘড়ি বৈঠকে বসেন ইজরায়েলের মন্ত্রীরা।
সকাল ৯.২৬: একদিনে দেশে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৫০৮ জন। মৃত্যু হয়েছে ১১২৯ জনের।
India’s #COVID19 case tally crosses 57-lakh mark with a spike of 86,508 new cases & 1,129 deaths in last 24 hours.
The total case tally stands at 5,732,519 including 9,66,382 active cases, 46,74,988 cured/discharged/migrated & 91,149 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/pTxY0gg99Y
— ANI (@ANI) September 24, 2020
সকাল ৮.৫৫: গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে দেশে।
6,74,36,031 samples tested up to 23rd September for #COVID19. Of these, 11,56,569 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/pmTtRYp7fv
— ANI (@ANI) September 24, 2020
সকাল ৮.৪৫: মাস্ক না পরে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর সাফ কথা, আমি মাস্ক পরি না।
#WATCH Madhya Pradesh Home Minister Narottam Mishra says, “I don’t wear it” when asked why is he not wearing a mask at an event in Indore. (23.09.2020) pic.twitter.com/vQRyNiG3ES
— ANI (@ANI) September 24, 2020
সকাল ৮.৩০: গত ২৪ ঘণ্টায় মিজোরামে করোনা আক্রান্ত ৪৬ জন।
সকাল ৮.২০: বাড়ছে আতঙ্ক। গত ১৩ দিনে দেশে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সকাল ৮.১৫: পঞ্চমদিনেও দেশে একদিনে আক্রান্তের চেয়ে কোভিজজয়ীর সংখ্যা বেশি।
New recoveries in India have exceeded the new cases for 5 consecutive days: Ministry of Health & Family Welfare. #COVID19 pic.twitter.com/3oFTM88Fep
— ANI (@ANI) September 24, 2020
সকাল ৮.০৫: মহামারী আবহে আতঙ্ককে সঙ্গী করেই ছন্দে ফিরছে মহানগর কলকাতা। আজ থেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে ট্রাম চলাচল শুরু।
সকাল ৮.০০: করোনা আবহে কীভাবে হবে দুর্গাপুজো? সেই নীতি ঠিক করতেই আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.