সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই খবরে উঠে এসেছে ধর্মস্থানগুলি৷ কালো টাকা সাদা করার চক্রেও কখনও জড়িয়েছে সেগুলির নাম৷ এবার শিরোনামে তিরুপতি বালাজি মন্দির৷ প্রায় ১ কোটি টাকা প্রণামী পড়ল সে মন্দিরে৷
প্রণামী পড়ার নিরিখে বরাবরই এই মন্দিরের বেশ নামডাক৷ তবে নোট বাতিলে গোটা দেশ যখন নাস্তানাবুদ, তখন এক কোটি টাকা প্রণামী পড়া বেশ চমকপ্রদ৷ জানা যাচ্ছে, দিল্লির বাসিন্দা এনএস পদ্মনাভ মন্দির কর্তৃপক্ষর হাতে তুলে দিয়েছেন এক কোটি টাকার ডিমান্ড ড্রাফট৷ তবে শুধু মন্দিরের উন্নতি বা দেবতার জন্য তাঁর এই দান নয়৷ বরং নরনারায়ণের সেবায় বিশ্বাসী তিনি৷ আর তাই তাঁর ইচ্ছে এই টাকা দুঃস্থদের চিকিৎসার জন্য ব্যয় করুক মন্দির৷ এই মন্দিরের প্রাপ্ত অর্থ থেকেই একটি হাসপাতালের ব্যয় বহন করা হয়৷ সেখানে মারণরোগে যাঁরা ভুগছেন, তাঁদের সুস্থ করতে তাঁর টাকা খরচ করা হোক-এমনটাই ইচ্ছে ওই ব্যক্তির৷
এর আগেও এই মন্দিরে এক কোটি টাকা প্রণামী পড়েছিল৷ তা দিয়েছিলেন এইচসিএল কোম্পানির চেয়ারম্যান৷ এই নিয়ে এক বছরে দ্বিতীয়বার এরকম মোটা অঙ্কের প্রণামী জমা পড়ল এই মন্দিরে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.