Advertisement
Advertisement

প্রেমিক মুসলিম হওয়ার ‘সাজা’, ৭ বছর নজরবন্দি যুবতী!

দিল্লির মহিলা কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘দয়া করে আমাকে বাঁচান’, শুধু এই কথাটুকুই বলতে পেরেছিলেন তিনি৷

A Delhi Woman’s Family Kept Her Hostage For 7 Years Just Because She Had A Muslim Boyfriend
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 2:59 pm
  • Updated:September 13, 2019 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দু-এক বছর নয়, টানা সাত বছর নিজেরই বাড়িতে বন্দি ছিলেন দিল্লির এক মহিলা৷ অপরাধ?  অন্য ধর্মের ছেলেকে ভালবাসা৷ এই অপরাধেই দিনের পর দিন মানসিক-শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে৷ অবশেষে পুলিশের সহায়তায় ৩২ বছরের নির্যাতিতাকে উদ্ধার করল দিল্লির মহিলা কমিশন৷

বছর সাতেক আগে মুসলিম সম্প্রদায়ের এক তরুণের প্রেমে পড়েন ওই তরুণী৷ তখন তাঁর বয়স ছিল ২৫৷ মেয়ের ভিন্ন ধর্মের প্রেমিকের কথা জানতে পেরেই চটে যান বাবা-মা৷ উপযুক্ত শাস্তি দিতে মেয়েকে ঘরেই বন্দি করে রাখা হয়৷ মোবাইল থেকে ইন্টারনেট- যোগাযোগের সমস্ত মাধ্যম কেড়ে নেওয়া হয়৷ পালাবার চেষ্টা করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন তরুণীর মা৷

Advertisement

এভাবেই দিনের পর দিন মানসিক-শারীরীক অত্যাচার চলতে থাকে৷ অত্যাচার সহ্য করতে না পেরে একবার আত্মহত্যারও চেষ্টা করেন তরুণী৷ কিন্তু, পরিবারের লোকেরা ধরে ফেলেন তাঁকে৷ এই ভাবে কেটে যায় সাত-সাতটি বছর৷ চলতি বছরের মে মাসে আসে মুক্তির সুযোগ৷ মায়ের বাথরুমে যাওয়ার সুযোগে মোবাইল ফোন থেকে ১৮১ নম্বরে ফোন করেন নির্যাতিতা৷

দিল্লির মহিলা কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘দয়া করে আমাকে বাঁচান’, শুধু এই কথাটুকুই বলতে পেরেছিলেন তিনি৷ খবর পেয়েই পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে দিল্লি মহিলা কমিশন৷ আপাতত মহিলা কমিশনের আশ্রয়েই রয়েছেন তিনি৷ কিন্তু, মা-বাবার বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে নারাজ৷ এমনকি প্রেমিকও যদি এই সাত বছরে জীবনের পথে এগিয়ে গিয়ে থাকেন, তাঁর প্রতিও কোনও অনুযোগ নেই ৩২ বছরের নির্যাতিতার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement