Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

স্যরদের পাত্র থেকে জল খাওয়ার ‘অপরাধ’, দলিত ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের!

বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ ছাত্রের পরিবার।

A Dalit student allegedly thrashed by teacher for drinking water from camper in Rajasthan | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 10, 2023 4:04 pm
  • Updated:September 10, 2023 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষকদের জন্য আলাদা পাত্রে রাখা জল খেয়েছিল দলিত ছাত্র। এই ‘অপরাধে’ তাকে বেধড়ক মারধর করলেন এক শিক্ষক। এই ঘটনা ঘটেছে রাজস্থানের (Rajasthan) একটি স্কুলে। ছাত্রের পরিবার শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৮ সেপ্টেম্বর। রাজস্থানের ভরতপুরের একটি সরকারি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রকে মারধর করা হয় বলে অভিযোগ। দলিত নাবালক দাবি করেছে, অন্য দিনের মতোই স্কুলের শুরুতে প্রার্থনা সংগীত হয়েছিল। এর পর তার খুব তেষ্টা পায়। এদিকে স্কুলের ট্যাঙ্কে সেই সময় জল ছিল না। তখনই শিক্ষকদের জন্য আলাদা পাত্রে রাখা জল খেয়েছিল সে।

Advertisement

[আরও পড়ুন: জি-২০ সম্মেলনে জল ঢালল বৃষ্টি! ‘উন্নয়ন সাঁতার কাটছে’, কটাক্ষ বিরোধীদের]

একথা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত শিক্ষক গঙ্গারাম গুর্জর। ছাত্রদের কাছে খবর নেন তিনি, কে জল খেয়েছে। অভিযোগ, দলিত ছাত্র জল খেয়েছি শুনেই মেজাজ হারান গুর্জর। এর পর ওই ছাত্রকে বেধড়ক মারধর করেন। চড় মারার পাশাপাশি সপ্তম শ্রেণির ছাত্রকে লাথি মারেন বলেও অভিযোগ। ছাত্রের পরিবারের দাবি, তাদের ছেলের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় অভিযোগ দায়ের করেন তারা। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত শিক্ষককে।

[আরও পড়ুন: হজরত মহম্মদ আসলে ‘মর্যাদা পুরুষোত্তম’! বিহারের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement