Advertisement
Advertisement
চোর

চোর সন্দেহে দলিত যুবককে মার, গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

উত্তরপ্রদেশের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ 

A Dalit man beaten up and set on fire by a mob who mistook him as thief

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 20, 2019 9:23 pm
  • Updated:July 20, 2019 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোর সন্দেহে দলিত যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ৷ ৩০ শতাংশ দগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছে ওই যুবক৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ উত্তরপ্রদেশের রঘুপুরওয়া গ্রামের নৃশংস ঘটনায় শিউরে উঠছেন সকলেই৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ 

[ আরও পড়ুন: নির্বাচন কমিশনের পোস্টারে জ্বলজ্বল করছে নির্ভয়ার ধর্ষকের ছবি! তুঙ্গে বিতর্ক]

কুমার নামে বছর আঠাশের দলিত ওই যুবক গত বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে এসেছিলেন৷ অচেনা এলাকায় ঘুরে দেখার ভাবনা নিয়ে বাড়ি থেকে একাই বেরিয়ে পড়েন তিনি৷ কিন্তু আচমকাই রাতের অন্ধকারে বেশ কয়েকটি পথকুকুর তাড়া করে তাঁকে৷ ভয় পেয়ে যান কুমার৷ তাই বাধ্য হয়ে বিপদ থেকে বাঁচতে দৌড়তে শুরু করেন৷ হাঁফিয়ে যাওয়ায় এলাকারই একটি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েন কুমার৷

Advertisement

এদিকে, বেশ কয়েকজন যুবক কুমারকে একটি বাড়ির সামনে এসে দাঁড়াতে দেখে এগিয়ে যায়৷ চোর ভেবে চিৎকার চেঁচামেচিও করতে থাকে তারা৷ মুহূর্তের মধ্যে আশপাশের লোক জড়ো হয়ে যায়৷ কুমারকে ঘিরে ধরে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করতে শুরু করে৷ বারবার কাকুতি মিনতিতেও কোনও লাভ হয়নি৷ এরপর তার গায়ে পেট্রল ঢেলে দেওয়া হয়৷ তবে তাতেও অত্যাচারের শেষ হয়নি৷ জীবন্ত অবস্থায় গায়ে আগুনও লাগিয়ে দেওয়া হয় ওই যুবকের দেহে৷

[ আরও পড়ুন: সারমেয়র কাছে হার মানবতার, পথকুকুরের তৎপরতায় নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত]

নতুন জামাই দীর্ঘক্ষণ বাড়ি ফিরছেন না দেখে চিন্তিত হয়ে পড়েন শ্বশুরবাড়ির লোকজনেরা৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ বেশ কিছুক্ষণ পর জানা যায় চোর সন্দেহে এলাকাতেই জামাইয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে৷ অগ্নিদগ্ধ অবস্থায় কুমারকে উদ্ধার করা হয়৷ তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই চিকিৎসা চলছে কুমারের৷ চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর৷ অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ এই ঘটনায় কুমারের শ্বশুরবাড়ির অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement