দাপট কমা তো দূরঅস্ত, যত সময় যাচ্ছে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ যেন জাঁকিয়ে বসছে । ভারতের অবস্থাও উদ্বেগজনক। মৃত, আক্রান্তের হার বেড়েই চলেছে। সপ্তাহের গোড়াতেই চিন্তা আরও বাড়াল স্বাস্থ্যমন্ত্রকের নিরাপত্তারক্ষীর করোনা আক্রান্ত হওয়ার খবর। ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭,৮৯২। মৃত্যু হয়েছে ৮৭২ জনের। বাংলার করোনা পরিস্থিতি বিশেষ ভাল নয়। ২০ জনের মৃ্ত্যু হয়েছে এরাজ্যে। আক্রান্ত ৫০৪। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদবৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ঘণ্টা দুই ধরে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.২০: ফের রাজ্যে করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু। স্বাস্থ্যকর্তা ডাঃ বিপ্লব দাশগুপ্তের পর অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ শিশির মণ্ডল। সোমবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় শিশিরবাবুর। তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। ১৪ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে রাজ্যে মোট ২জন চিকিৎসকের মৃত্যু হল।
রাত ৯: ইবোলার মতো কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতেও বড়সড় ভূমিকা নেবে WHO।
WHO played a key role in the development of Ebola vaccine & we’re doing the same for #COVID19. Developing a COVID-19 vaccine has been accelerated because of the previous work WHO & partners have done over several years on vaccines for other coronaviruses: Director-General of WHO pic.twitter.com/ICXXcKjf8X
— ANI (@ANI) April 27, 2020
রাত ৮.৫০: কুয়েতে পাঠানো হল ব়্যাপিড রেসপন্স টিম, টুইটে জানাল বিদেশমন্ত্রক।
It may also be noted that on the request of Kuwait, India recently deployed a Rapid Response Team there to assist the country in its fight against #coronavirus: Ministry of External Affairs (MEA) (2/3) https://t.co/UMeW6HV6s6
— ANI (@ANI) April 27, 2020
রাত ৮.৩৫: এইমস, জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ পুদুচেরি এবং পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চন্ডীগড়ের ডিরেক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
Union Health Minister Harsh Vardhan today held a meeting with directors of All India Institutes Of Medical Sciences (AIIMS), Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research, Puducherry & Post Graduate Institute, Chandigarh through video conferencing. #COVID19 pic.twitter.com/mOjLeZoJkx
— ANI (@ANI) April 27, 2020
রাত ৮.৩০: দিল্লির আরও ৯৯টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হল।
Delhi: Containment zones rise to 99 with addition of ‘entire affected areas including Nirankari Gali,Nakshatra Gali,Nala Boring Gali,Ravan Wali Gali, Jameela Masjid Baoli, Dargah Gurudwara Wali Gali, Thane Wali Gali&Terminal Wali Gali’ & ‘H. No.P-65&H. No.P-184, Pillanji Village’ pic.twitter.com/v4SSP7b5rc
— ANI (@ANI) April 27, 2020
সন্ধে ৬.৪০: করোনা আক্রান্ত হয়ে কোনও সাংবাদিকের মৃত্যু হলে তাঁদের পরিবারকে ১৫ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
Odisha CM Naveen Patnaik has announced Rs 15 lakh compassionate assistance to families of working journalists who may lose life to #COVID19 infection: Odisha Chief Minister’s Office pic.twitter.com/jMo95xHtDq
— ANI (@ANI) April 27, 2020
বিকেল ৫.০৬: রাজ্যের এক সাংবাদিকের মা করোনা আক্রান্ত, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৫ টা: রাজ্যে করোনা মোকাবিলায় তৈরি কোভিড ক্যাবিনেট কমিটি। অমিত মিত্রর নেতৃত্বে তৈরি কমিটিতে রয়েছেন তিন মন্ত্রী- পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম। থাকবেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। ২১ মে পর্যন্ত লকডাউনের পক্ষপাতী, স্পষ্ট বক্তব্য মুখ্যমন্ত্রীর। তবে মেয়াদবৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা নেই।
We have taken a decision, if a person is tested positive for #COVID19 and he has provision to isolate himself at his residence, the person can home quarantine himself. Lakhs and lakhs can’t be quarantined, govt has its own limit: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/ovls4P4p7x
— ANI (@ANI) April 27, 2020
বিকেল ৪.৫২: সরকারি অফিসে ২১ মে পর্যন্ত ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। বন্ধ থাকবে স্কুল-কলেজ। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন্দ্রের বিরুদ্ধে তুললেন আর্থিক বঞ্চনার অভিযোগ। ডিএ কেন কেটে নেওয়া হল? প্রশ্ন তুললেন মমতা।
বিকেল ৪.৪১:আলোচনা না করেই রোজ নতুন নতুন বিজ্ঞপ্তি জারি, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুর মুখ্যমন্ত্রীর গলায়। লকডাউন সফল করতে কেন্দ্র যা চাইছে আর যে পদক্ষেপ করছে, তার মধ্যে স্বচ্ছতা নেই, বললেন মমতা। তাঁর মতে, দোকান-বাজার খোলা থাকলে মানুষ রাস্তায় বেরবেই। তাতেই লকডাউন ভাঙবে।
বিকেল ৪.৩০: রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল। মৃতের সংখ্য়া আটকে ২০তেই। নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। সুস্থতার হার ১৮ শতাংশ। আটটি জেলাই করোনা মুক্ত। প্রতিদিন অন্তত ১১৫০ জনের করোনা পরীক্ষা হচ্ছে।
বিকেল ৪: গত দু সপ্তাহে দেশের ৮৫ জেলা থেকে করোনা পজিটিভের খবর নেই। জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
85 districts have not reported any new cases in the last 14 days: Lav Aggarwal, Joint Secretary, Ministry of Health #COVID19 https://t.co/3dBhr44mwI
— ANI (@ANI) April 27, 2020
বিকেল ৩.৫০: একদিনে ৩৮১ জন করোনা রোগী সুস্থ হয়ে ফিরেছেন। সুস্থতার হার প্রায় ২২ শতাংশ। জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
1396 new positive cases reported in last 24 hrs, takes our total confirmed cases to 27,892. 20,835 people are under active medical supervision. 381 patients are found cured in past 1 day. Total no. of cured people becomes 6184. Recovery rate 22.17%: Joint Secy, Health Ministry pic.twitter.com/BSKSQ8HYTg
— ANI (@ANI) April 27, 2020
দুপুর ১.৫০: ছাড় নেই ৩ মে’র পরও। ‘রেড জোন’এ থাকা এলাকায় চলবে লকডাউন। ‘গ্রিন জোনে’ শর্তসাপেক্ষে ছাড়। প্রেস বিবৃতিতে জানালেন প্রধানমন্ত্রী।
দুপুর ১.২০: মেঘালয়ে বাড়ছে লকডাউনের মেয়াদ। টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তবে ছাড় দেওয়া হবে ‘গ্রিন জোনে’।
At the video conference meeting with the PM and Home Minister, we have mooted to continue with the lockdown post-May 3rd with relaxation on activities in Green Zones affected districts in Meghalaya, tweets Meghalaya CM Conrad Sangma pic.twitter.com/VNCWgH9dT0
— ANI (@ANI) April 27, 2020
দুপুর ১২.৫৪: দীর্ঘ প্রায় দু'ঘণ্টার বৈঠকে ইতি। লকডাউনের সুফল সংক্রান্ত আলোচনাতেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষ। মোদি জানান, অনেক মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে। লকডাউন কি তাহলে বাড়ছে? এর কোনও স্পষ্ট উত্তর আপাতত মিলছে না।
#Update: Prime Minister Narendra Modi's video conference meeting with the Chief Ministers of all States on COVID19 situation, concludes. https://t.co/eecoedEEm8
— ANI (@ANI) April 27, 2020
দুপুর ১২.০৪: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে লকডাউনের উপযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানালেন, হাতে হাত রেখে লকডাউন সফল করার।
সকাল ১০.৪০: ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপস্থিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর প্রতিনিধিত্ব করছেন মুখ্যসচিব।
সকাল ১০.২৯: উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন পঞ্চম দফায় শিলিগুড়ি ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতি নগরে তাঁরা যান। সেখান থেকে চলে যান জলপাইগুড়ি।
সকাল ৯.৫০: মিউচুয়াল ফান্ডে খরা কাটাতে ৫০০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
With a view to easing liquidity pressures on Mutual Funds, it has
been decided to open a special liquidity facility for mutual funds of Rs 50,000 crores. RBI shall conduct repo operations of 90 days
tenor at the fixed repo rate: Reserve Bank of India (RBI) pic.twitter.com/0DnCb07bMG— ANI (@ANI) April 27, 2020
সকাল ৯. ১০: আজ ফের রাজ্যের স্পর্শকাতর এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সকালেই বেরিয়ে পড়েছেন তাঁরা। পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়ায় পরিদর্শন। গেলেন কোয়ারেন্টাইন সেন্টার, হাসপাতালে। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে বিএসএফ।
সকাল ৮.৫৮: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯৬ জন। মৃত্যু হয়েছে ৪৮জনের। টুইটারে জানাল স্বাস্থ্যমন্ত্রক। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭,৮৯২। মৃত ৮৭২।
1,396 new cases & 48 deaths reported in the last 24 hours: Ministry of Health and Family Welfare https://t.co/k4SeH9B9Z0
— ANI (@ANI) April 27, 2020
সকাল ৮.৪০: কাজে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা আক্রান্ত হওয়ার পর টানা একমাস চিকিৎসাধীন ও গৃহবন্দি ছিলেন তিনি।
সকাল ৮.৩২: সুখবর চিনে করোনা ভাইরাসের আঁতুরঘর ইউহানে। এখানে রবিবার একজনের শরীরেও মেলেনি COVID-19 জীবাণু। আশার আলো দেখছেন চিকিৎসকরা।
সকাল ৮.১৫: স্বাস্থ্যমন্ত্রকের করোনার থাবা। করোনা পজিটিভ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের দপ্তরের এক নিরাপত্তারক্ষী। তিনি OSD অর্থাৎ বিশেষ নিরাপত্তারক্ষী পদে কর্মরত। শনিবার তাঁর করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ হয়েছে।
সকাল ৭.১৫: লকডাউন নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় শুরু হবে ভিডিও কনফারেন্স। ন'টি রাজ্য আজ বলার সুযোগ পাবে। তবে সেই তালিকায় বাংলা নেই বলেই খবর। তবে রয়েছে বিহার, গুজরাটের নাম। লকডাউন কীভাবে তোলা হবে, তা নিয়ে আলোচনার সম্ভাবনা।
India fights COVID-19: PM Modi to interact with CMs today
Read @ANI Story | https://t.co/eg6G2sgIzC pic.twitter.com/D7IJSr3oCJ
— ANI Digital (@ani_digital) April 27, 2020
সকাল ৭: আমেরিকায় করোনার দাপট কমছেই না। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মুখে ১৩৩০। পরিসংখ্যান জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের।
United States of America (USA) recorded 1,330 #COVID19 deaths in the last 24 hours as per Johns Hopkins University tally: AFP news agency
— ANI (@ANI) April 27, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.