Advertisement
Advertisement
Jama Masjid

জামা মসজিদের নিচে কৃষ্ণমূর্তি! হিন্দু ট্রাস্ট্রের মামলা গ্রহণ করে বিশেষ নির্দেশ আদালতের

মূর্তি খননের দাবিতে ১১ মে আদালতে মামলা করে শ্রীকৃষ্ণ জন্মভূমি ট্রাস্ট।

A Court accepts plea seeking to ‘dig out Lord Krishna idol from Agra’s Jama Masjid’ and issues notice | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 16, 2023 2:16 pm
  • Updated:May 16, 2023 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্রার (Agra) জামা মসজিদের সিঁড়ির নিচে রয়েছে কৃষ্ণমূর্তি। তা খনন করে ফেরানো হোক শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্টকে। এমন দাবিতে চলতি বছরের জানুয়ারি মাসে মামলা হয়েছিল আগ্রার একটি নিম্ন আদালতে। চাঞ্চল্যকর দাবি করেছিলেন এক আইনজীবী। পরে একই দাবিতে মামলা করেন ট্রাস্টের চেয়ারম্যান। সোমবার আদালত সেই আবেদন গ্রহণ করেছে। এইসঙ্গে বিষয়টির সঙ্গে সম্পর্কিত উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ড-সহ সব পক্ষকে নোটিস পাঠিয়েছে। এই বিষয়ে সব পক্ষের মতামত জানতে চেয়েছে নিম্ম আদালত।

গত ১১ মে মসজিদ থেকে শ্রীকৃষ্ণমূর্তি খননের আবেদন জানানো হয় নিম্ন আদালতে। আবেদন করেন শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্টের চেয়ারম্যান মনোজ কুমার পান্ডে। যাবতীয় ঘটনার সূত্রপাত মথুরার এক ধর্মীয় প্রচারক দেবকিনন্দন ঠাকুরের বক্তব্য থেকে। তিনি আগ্রায় অনুষ্ঠিত ‘ভাগবত কথা’-তে দাবি করেছিলেন, জামা মসজিদের সিঁড়ির তলায় রয়েছে ভগবান কেশবের একাধিক মূর্তি। এরপরই দাবি ওঠে, ওই মূর্তিগুলি হিন্দুদের কাছে ফিরিয়ে দিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: এবার ‘বুলডোজার শাসন’ দেবভূমি উত্তরাখণ্ডে, ৩০০ ‘বেআইনি’ মাজার গুঁড়িয়ে দিল প্রশাসন]

শ্রীকৃষ্ণ সেবা ট্রাস্টের চেয়ারম্যান মনোজের বক্তব্য, “প্রতিদিন মসজিদের সিঁড়ি বেয়ে নমাজ পড়তে যান মুসলিমরা। ওই সিঁড়ির নিচেই রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের প্রতি চরম অশ্রদ্ধার প্রকাশ। যেহেতু মুসলমানরা ঠাকুর দেবকিনন্দনের আবেদনে কর্ণপাত করেনি, সিঁড়ি খুঁড়ে দেবতার মূর্তি উদ্ধার অনুমতি দেয়নি, তাই আদালতে যাওয়াই ছিল একমাত্র পথ।” মনোজ দাবি করেছেন, মসজিদের সিঁড়ির নিচে যে মূর্তি পুঁতে রাখা আছে, এই বিষয়ে তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। মঘুল আমলে লেখা একটি বই আদালতে উপস্থাপন করবেন তিনি। মনোজ আরও জানিয়েছেন, খননের যাবতীয় খরচ দিতেও রাজি আছে ট্রাস্ট।

[আরও পড়ুন: ‘আমার দাদাই মুখ্যমন্ত্রী হবে’, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর দাবি শিবকুমারের ভাইয়ের]

এই মামলাতেই ইন্তাজামিয়া কমিটি, শাহি মসজিদ আগ্রা ফোর্ট, ছোটি মসজিদ দিওয়ান-ই-খাস, আগ্রা ফোর্টের মসজিদের সম্পাদক জাহানারা বেগম, উত্তরপ্রদেশ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি সংস্কৃত সেবা ট্রাস্টের সম্পাদককে নোটিস পাঠিয়েছে আদালত। এই বিষয়ে সব পক্ষের মতামত চাওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement