Advertisement
Advertisement

Breaking News

তিনদিন আটকে ফার্মহাউসে, অনাহারে মৃত্যু শিশুর

মৃতার বাবা কেয়ারটেকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন থানায়৷

A child in Delhi starved to death after getting locked in a farmhouse
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 4:36 pm
  • Updated:September 20, 2016 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিনদিন ধরেই পশ্চিম দিল্লির নিহাল বিহারের ফার্মহাউসটি বন্ধ ছিল৷ কেয়ারটেকারও ছিলেন ছুটিতে৷ কিন্তু গতকাল সন্ধেবেলা ফিরে এসে গার্ড রুমের দরজা খুলতেই কেয়ারটেকার দেখলেন দুটি শিশু মাটিতে নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে৷ তড়িঘড়ি পুলিশে খবর দেন কেয়ারটেকার৷ তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু দুটিকে৷ সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়৷

প্রাথমিক পর্যবেক্ষণের পর ডাক্তার জানিয়েছেন তিনদিন অনাহারে থাকার ফলেই এই ঘটনা ঘটে৷ আশঙ্কাজনক অবস্থায় মৃতার দিদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷

Advertisement

মৃত শিশুটির বাবা মনোজ কুমার জানিয়েছেন, তাঁর দুই মেয়ে লক্ষ্মী এবং বিনীতা৷ লক্ষ্মীর বয়েস তিন এবং বিনীতার বয়েস এক বছর৷ তিনদিন আগে মনোজ দেখেছিলেন, তাঁর মেয়ে লক্ষ্মী ছোটবোনকে সঙ্গে নিয়ে ওই ফার্ম হাউসের দিকে যাচ্ছে৷ কিন্তু তারপরে রাত গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেন মনোজ৷

পুলিশ সূত্রের খবর, রবিবার রাত পর্যন্ত তারা নিখোঁজ দুটি মেয়ের খোঁজ চালায়৷ কিন্তু কোনও খোঁজ মেলেনি৷ মৃতার বাবা কেয়ারটেকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন থানায়৷ লক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, খেলতে খেলতে তারা ওই বাড়িতে যায়৷ কিছুক্ষণ পরেই তারা তালা বন্ধ করার আওয়াজ পেয়ে চিৎকার করলেও কেউ সাড়া দেয়নি৷ এর চেয়ে বেশি কিছু বলার মতো শারীরিক অবস্থায় সে নেই বলেই জানা গিয়েছে৷

ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা৷ তাঁরা ওই অভিযুক্ত কেয়ারটেকারের বাইকে আগুন লাগিয়ে দেয়৷ ক্ষুব্ধ জনতার হাত থেকে রেহাই দিতেই পুলিশ ওই কেয়ারটেকারকে নিজেদের হেফাজতে নিয়েছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement