Advertisement
Advertisement

নিজেই মেরামত হওয়ার সড়ক বানালেন প্রবাসী ভারতীয় অধ্যাপক

আগামী দিনে ভারত নয়, অন্যান্য দেশেও এই ধরণের প্রোজেক্ট করতে ইচ্ছুক ভারতীয় এই আইআইটিয়ান৷

A Canada based Indian professor builts futuristic road for India

ছবিটি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 10, 2016 6:26 pm
  • Updated:October 10, 2016 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রীষ্ম হোক বা বর্ষা, গাড়ি হোক বা রিক্সা, রাস্তায় বেরোলেই একবার না একবার বলতেই হয় উফ! রাস্তাটার কি অবস্থা৷ বারবার মেরামত করেও লাভ হয়না অধিকাংশ ক্ষেত্রে৷ উপরন্তু খরচা হয় বেশ খানিকটা টাকা৷ কিন্তু কানাডার এক প্রবাসী ভারতীয় অধ্যাপক সম্প্রতি একটি অভিনব উপায়ে এই সমস্যার সুরাহা করছেন৷ রাস্তা নাকি এবার নিজেই মেরামত হবে৷ এমনটাই দাবি করছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক৷

নাগপুরের নেমকুমার বান্থিয়া নামের ভারতীয় এই অধ্যাপক দীর্ঘ ৩৪ বছর ধরে কানাডায় বসবাস করছেন৷ সেখানেই এই বিষয় নিয়ে তিনি গবেষণা শুরু করেন৷

Advertisement

সম্প্রতি বেঙ্গালুরুর একটি গ্রামে এই রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে৷ নেমকুমার জানিয়েছেন, পরিবেশবান্ধব এই পদ্ধতি রাস্তা নির্মাণের সময় যেমন পরিবেশ দূষণ আটকাবে তেমনই এই অভিনব পদ্ধতির জন্য বহু অর্থ ব্যয়ের প্রয়োজন নেই৷

ভারতীয় যে কোনও রাস্তার থেকে বেধে প্রায় ৬০ শতাংশ কম এই অভিনব রাস্তাটি৷ মজবুত কনক্রিটের এই রাস্তা তৈরি হচ্ছে ফাইবার ন্যানো কোটিং দিয়ে যার ফলে ভাঙা বা ফাটল নিজে নিজেই মেরামত হবে৷ হাইড্রোফিলিয়া জলকে আকৃষ্ট করে এবং এই জলের সংস্পর্শেই অতিরিক্ত সিলিকেট তৈরি হয় যার জন্য সময় মত যেকোন ফাটল মেরামত হয়ে যায়৷

নেমকুমারের দাবি ১৫ বছরেরও বেশি চলবে এই রাস্তা৷ এবং আগামীদিনে ভারত নয়, অন্যান্য দেশেও এই ধরনের প্রোজেক্ট করতে ইচ্ছুক ভারতীয় এই আইআইটিয়ান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement