Advertisement
Advertisement

Breaking News

১০০ টাকা ও বিরিয়ানির লোভে ৪২টি বাস পোড়াল এই তরুণী

কেপিএন গ্যারাজের কর্মীদের এই তরুণী হাতে ডিজেল নিয়ে ভয় দেখাচ্ছে৷

A 22 year old woman arsonist accused of setting fire in 42 buses
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 19, 2016 6:48 pm
  • Updated:September 19, 2016 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  একশো টাকা আর এক প্যাকেট বিরিয়ানির লোভেই ৪২টি বাস পুড়িয়ে দিয়েছেন বেঙ্গালুরুর ২২ বছরের এক তরুণী৷ চমকে ওঠার মতো এই ঘটনায় অবাক পুলিশ থেকে প্রশাসন৷ পুলিশের জেরায় এমনটাই দাবি করছেন তরুণীর পরিবার৷

কাবেরী নদীর জলবন্টন নিয়ে যে কর্নাটক ও তামিলনাড়ুর মধ্যে যে সমস্যা তৈরি হয় তাকে কেন্দ্র করেই ভয়ংকর হিংসা ছড়িয়ে পড়ে সারা বেঙ্গালুরু শহরে৷ কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল৷ এই পরিস্থিতিতেই গত ১২ সেপ্টেম্বর বেশ কয়েকটি তামিলনাড়ুগামী প্রচুর বাসে আগুন লাগিয়ে দেওয়া হয় বেঙ্গালুরুতে৷

Advertisement

সেই ঘটনার ভিডিও ফুটেজ দেখেই গ্রেফতার করা হয় ১১ জন হামলাকারীকে৷ তাদের মধ্যেই অন্যতম সি ভাগ্য নামের এই তরুণী৷ সি ভাগ্য বেঙ্গালুরুর গিরিনগর এলাকায় থাকে৷

সূত্রের খবর, ১২ সেপ্টেম্বর যে বাসগুলি জ্বালিয়ে দেওয়া হয় তাদের মধ্যে প্রধান অভিযুক্ত এই তরুণী৷ সন্দেহ করা হচ্ছে, সেই উদ্যোগ নিয়ে এই পুরো ঘটনা ঘটিয়েছেন৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কেপিএন গ্যারাজের কর্মীদের এই তরুণী হাতে ডিজেল নিয়ে ভয় দেখাচ্ছে৷ সেই অভিযোগের ভিত্তিতেই  তাকে গ্রেফতার করে পুলিশ৷

ওইদিনের ঘটনায় জড়িত থাকার দায় মোট ৪০০ জনকে গ্রেফতার করে পুলিশ, তাঁর মধ্যে মহিলা একমাত্র সি ভাগ্য৷

যদিও ভাগ্য’র মা ইয়েলেম্মা দেবী বলছেন, ভাগ্যর সরাসরি এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ নেই৷ তাঁকে বিরিয়ানি ও একশো টাকার লোভ দেখিয়েই তার বন্ধুরা প্রতিবাদে সামিল হতে বলেন৷ পুলিশ অবশ্য এই বিষয়ে বলছে ফুটেজে অন্যান্য বেশ কয়েকজন মহিলাকেও দেখা গিয়েছে কিন্তু তারাও ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত কিনা তা তদন্তের পরই জানা যাবে৷ তাই পুলিশ আপাতত হামলাকারীদের অন্যতম হিসাবে চিহ্নিত করে সি ভাগ্যকে গ্রেফতার করেছে৷

কিন্তু ২২ বছরের এই তরুণী একাই উদ্যোগ নিয়েছিল ৪২টি বাসকে পুড়িয়ে ছাই করে দিতে, তাও সামান্য টাকা ও বিরিয়ানির লোভে এমন তথ্যের সত্যতা প্রমাণ হলে আবার ভারতবর্ষের দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষগুলির দৈন্যদশা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দেবে বলে মনে করছেন বুদ্ধিজীবীরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement