Advertisement
Advertisement

Breaking News

বাড়িতে মধুচক্র, মা ও বোনকে খুন করল যুবক

স্বামীর মৃত্যুর পরই বাড়ির মধ্যেই এই ব্যবসা চালাতে শুরু করে ওই ৩৮ বছরের মহিলা৷

A 22 year old boy killed his mother and sister for running sex racket
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 4:11 pm
  • Updated:September 28, 2016 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতেই মধুচক্রের ব্যবসা চালাচ্ছে মা, সঙ্গে নিয়েছিল নিজের ১৬ বছরের মেয়েকেও৷ কিন্তু কিছুতেই তা মেনে নিতে পারেনি ২২ বছরের ছেলে৷ সেই রাগেই নিজের মা ও বোনকে গুলি করে খুন করল সুমিত৷

ঘটনাটি ঘটেছে গুরগাঁওতে৷ পুলিশের জেরার মুখে খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত৷ তার দাবি, টাকার লোভেই এই ব্যবসা শুরু করে তার মা৷ বাড়িতে মধুচক্র চালানোর জন্যই তার মা তার বাবাকে হত্যা করেছে৷ স্বামীর মৃত্যুর পরই বাড়ির মধ্যেই এই ব্যবসা চালাতে শুরু করে ওই ৩৮ বছরের মহিলা৷ ছোট বোনকে জোর করেই ব্যবসায় নামায়ে সে৷ বাড়িতে এই পরিবেশ কিছুতেই মানতে পারেনি সুমিত, তাই মা আর বোনকে খুন করার সিদ্ধান্ত নেয়৷

Advertisement

আরও দুজন সঙ্গীকে এই পরিকল্পনায় শামিল করেই খুন করে ওই ২২ বছরের যুবক৷ পরিকল্পনা মাফিক মা আর বোনকে নিজের সঙ্গে রাজস্থানে তীর্থযাত্রায় যাওয়ার জন্য রাজি করায় সে৷ ১৮ সেপ্টেম্বর সুমিত, তার দুই বন্ধু, মা এবং বোন পৌঁছয় গুরগাঁওয়ের মানেসরে৷ সেখানেই মা আর বোনকে খুন করে সুমিত ও তার সঙ্গীরা৷ কিন্তু ওই এলাকার বাসিন্দাদের চোখে ফাঁকি দিতে পারেনি তারা৷ তাদের সন্দেহজনক আচরণের ভিত্তিতেই পুলিশে অভিযোগ জানায় ওই বাসিন্দারা৷ দিল্লি-জয়পুর জাতীয় সড়ক থেকেই তাদের আটক করে পুলিশ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর খুনের কথা স্বীকার করে নিয়েছে সে৷ পুলিশ সূত্রের খবর, তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ এবং তাদের গাড়ি থেকেই উদ্ধার হয়েছে দুটো পিস্তল ও কার্তুজ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement